২৭ নভেম্বর, ২০২১ ১২:৪২

দিনাজপুরে শীত বাড়ছে

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে শীত বাড়ছে

দিনাজপুরে দিন দিন শীতের প্রবণতা বাড়ছে। ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকায় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। তবে সকাল সাড়ে ৯টার পর সূর্যের দেখা মিললেও কম তাপমাত্রার কারণে বেকায়দায় পড়েছেন শ্রমজীবী মানুষ।

শনিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ডিগ্রি সেলসিয়াস ছিল এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২ থেকে ১৫ কিলোমিটার বলে জানান দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জুর রহমান।

শনিবার দিনে সূর্য দেখা গেলেও বিকালের পর থেকে তাপমাত্রা কমায় শীতের প্রবনতা বেড়ে যায়। রাতে কুয়াশাসহ ঝির ঝির পানি ঝড়ে। দিন দিন তাপমাত্রা কমতে থাকায় গরম পোষাকের দোকানে ভিড় বেড়েছে। কিন্তু নিম্ন আয়ের মানুষের কষ্টও বাড়ছে। দিনমজুরদের কাজ যাচ্ছে। এই শীতের কারণে শিশু ও বৃদ্ধ বয়সের মানুষের বিভিন্ন জ্বর-সর্দিসহ শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। 

আবহাওয়া অফিস জানায়, প্রতিদিনই তাপমাত্রা এ অঞ্চলে কমবে। আকাশ মেঘমুক্ত থাকলে তাপমাত্রা কমে। আর তাপমাত্রা কমলে শীতও বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ৯৭শতাংশ। বাতাসের গতি ঘণ্টায় ১২ থেকে ১৫ কিলোমিটার।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর