রাঙামাটি শহরের পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ে গ্রেনেড হামলাকারীকে আটক করেছে পুলিশ। তার নাম সুশীল চাকমা (২৩)।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের রিজার্ভ বাজারের পাহাড়িকা হোটেল থেকে তাকে আটক করা হয়।
আটক সুশীল চাকমার গ্রামের বাড়ি রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মাইচছড়ি গ্রামে। তিনি ওই গ্রামের বাসুলাল চাকমার ছেলে ও রাঙামাটি সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র এবং সাবেক ইউপিডিএফ কর্মী।
হামলার পর পার্শ্ববর্তী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সিসি টিভিতে ফুটেজ দেখে মাত্র ৩ ঘণ্টার অপারেশনে শহরের রিজার্ভ বাজারের পাহাড়িকা হোটেল থেকে সুশীল চাকমাকে আটক করে পুলিশ।
আটকের পর ঘটনার দায় স্বীকার করে সুশীল পুলিশকে জানান, মাত্র ৫০ হাজার টাকার চুক্তিতে তিনি এই কাজ করেছেন, এর মধ্যে ৫ হাজার টাকা তিনি অগ্রিম নিয়েছেন। তবে কে তাকে টাকা দিয়েছে এ বিষয়ে তিনি কিছু জানান নি।
হামলাকারীকে আটকের পর দুপুর সাড়ে তিনটায় রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাঙামাটির পুলিশ সুপার আমেনা বেগম, এসব তথ্য জানান।