পুলিশভ্যানে হামলা চালিয়ে জেএমবির মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের ছিনিয়ে নেওয়ার পর পুলিশ ছিনতাই হওয়া আসামি রাকিবুল হাসান রাকিবসহ তিনজনকে আটক করেছে। আসামি ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় টাঙ্গাইলের সখীপুরে প্রশিকা এলাকায় ছিনতাইকারী জেএমবির সদস্যদের ব্যবহৃত ভক্সি মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। পরে গাড়ি রেখে পালিয়ে যাওয়ার সময় জাকারিয়া নামে একজন এবং পুলিশ অভিযান চালিয়ে সখিপুরের তক্তার চালা নামক স্থান থেকে রাসেল ও রায়হান নামে আরও দুজনকে আটক করে। আটকের পর সখিপুর থানা পুলিশের কাছে রায়হান স্বীকার করেন যে, তার নাম হাফিজ মাহমুদ রাকিব হাসান। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এদিকে টঙ্গীর গাজীপুরা সিকদার মার্কেটের পেছনে নূর মোহাম্মদের বাড়ি থেকে স্বপ্না বেগম (২৩) নামের এক নারীকে গ্রেফতার করে টঙ্গী পুলিশ। তিনি জঙ্গি ছিনতাই পরিকল্পনাকারীদের একজন বলে পুলিশ দাবি করেছে। ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান জানান, জেএমবির তিন সদস্যকে ছিনতাইয়ের পর মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। তারা রাস্তায় হাত-পায়ের বেড়িগুলো কেটে ফেলেন। একই সঙ্গে হাফিজ মাহমুদ রাকিব হাসান তার দাড়ি শেভ করেন। তারা ভক্সি মাইক্রোবাসযোগে পালানোর সময় সখিপুর উপজেলা শহরে জ্যামে পড়লে দুটি সিএনজিকে সজোরে ধাক্কা দিয়ে চলে যেতে থাকে। এ সময় উপস্থিত জনতা মনে করে চালক ব্রেক ফেল করেছে। একের পর এক রাস্তার সব যানবাহন, রিকশা, টেম্পোকে ধাক্কা দিলে তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। পরে ছিনতাইকারী জেএমবির সদস্যরা পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের মূল হোতা জাকারিয়া হোসেনকে জনতার সহযোগিতায় পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। অন্যদিকে পালিয়ে যাওয়া আসামিদের ধরতে পুলিশ, র্যাব ও বিজিবি অভিযান চালাতে থাকে। বেলা ৩টার দিকে সখিপুরের তক্তার চালা নামল স্থানে বাসে চড়ার সময় রাকিব হোসেনকে ও সিএনজিতে চড়ার সময় রাসেলকে মির্জাপুর থানার এসআই শ্যামল দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে সন্দেহজনকভাবে আটক করেন।
শিরোনাম
- রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
- লালকেল্লা বিস্ফোরণের নেপথ্যে পুলওয়ামার চিকিৎসক উমর নবি?
- দিল্লির গাড়ি বিস্ফোরণ কি আত্মঘাতী হামলা ছিল?
- ৩৮০০ শিশুর হার্ট সার্জারিতে অবদান : মানবসেবায় রেকর্ড জনপ্রিয় গায়িকার
- রুদ্ধশ্বাস জয়ে শ্রীলঙ্কাকে ৬ রানে হারালো পাকিস্তান
- শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: ২ শ্যুটারসহ গ্রেফতার ৫
- গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা
- রাবির হলে গাঁজা সেবনকালে ৭ শিক্ষার্থী আটক
- ইসলামে আখলাকে হাসানার গুরুত্ব
- কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
- জবিতে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্কার
- ডিপফেক চিনবেন যেভাবে
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
- নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
দুই সহযোগীসহ টাঙ্গাইলে রাকিব গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর