পুলিশভ্যানে হামলা চালিয়ে জেএমবির মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের ছিনিয়ে নেওয়ার পর পুলিশ ছিনতাই হওয়া আসামি রাকিবুল হাসান রাকিবসহ তিনজনকে আটক করেছে। আসামি ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় টাঙ্গাইলের সখীপুরে প্রশিকা এলাকায় ছিনতাইকারী জেএমবির সদস্যদের ব্যবহৃত ভক্সি মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। পরে গাড়ি রেখে পালিয়ে যাওয়ার সময় জাকারিয়া নামে একজন এবং পুলিশ অভিযান চালিয়ে সখিপুরের তক্তার চালা নামক স্থান থেকে রাসেল ও রায়হান নামে আরও দুজনকে আটক করে। আটকের পর সখিপুর থানা পুলিশের কাছে রায়হান স্বীকার করেন যে, তার নাম হাফিজ মাহমুদ রাকিব হাসান। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এদিকে টঙ্গীর গাজীপুরা সিকদার মার্কেটের পেছনে নূর মোহাম্মদের বাড়ি থেকে স্বপ্না বেগম (২৩) নামের এক নারীকে গ্রেফতার করে টঙ্গী পুলিশ। তিনি জঙ্গি ছিনতাই পরিকল্পনাকারীদের একজন বলে পুলিশ দাবি করেছে। ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান জানান, জেএমবির তিন সদস্যকে ছিনতাইয়ের পর মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। তারা রাস্তায় হাত-পায়ের বেড়িগুলো কেটে ফেলেন। একই সঙ্গে হাফিজ মাহমুদ রাকিব হাসান তার দাড়ি শেভ করেন। তারা ভক্সি মাইক্রোবাসযোগে পালানোর সময় সখিপুর উপজেলা শহরে জ্যামে পড়লে দুটি সিএনজিকে সজোরে ধাক্কা দিয়ে চলে যেতে থাকে। এ সময় উপস্থিত জনতা মনে করে চালক ব্রেক ফেল করেছে। একের পর এক রাস্তার সব যানবাহন, রিকশা, টেম্পোকে ধাক্কা দিলে তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। পরে ছিনতাইকারী জেএমবির সদস্যরা পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের মূল হোতা জাকারিয়া হোসেনকে জনতার সহযোগিতায় পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। অন্যদিকে পালিয়ে যাওয়া আসামিদের ধরতে পুলিশ, র্যাব ও বিজিবি অভিযান চালাতে থাকে। বেলা ৩টার দিকে সখিপুরের তক্তার চালা নামল স্থানে বাসে চড়ার সময় রাকিব হোসেনকে ও সিএনজিতে চড়ার সময় রাসেলকে মির্জাপুর থানার এসআই শ্যামল দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে সন্দেহজনকভাবে আটক করেন।
শিরোনাম
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত
দুই সহযোগীসহ টাঙ্গাইলে রাকিব গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর