শনিবার, ২২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা
বর্ধমানে বোমা বিস্ফোরণ

সাজিদের স্ত্রী ঢাকায় আটক

পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতারকৃত জেএমবি নেতা সাজিদের স্ত্রী ফাতেমা আক্তারকে (২৫) ঢাকায় আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের একটি বাড়িতে অভিযান চালিয়ে সাজিদের দুই বছরের শিশুসহ স্ত্রীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি পুলিশ সূত্র জানায়, গত অক্টোবরে বর্ধমানে বোমা বিস্ফোরণের পর ৮ নভেম্বর পশ্চিমবঙ্গের পুলিশ সাজিদকে গ্রেফতার করে। এর পরপরই সাজিদের স্ত্রী-সন্তানসহ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসে ঢাকার কেরানীগঞ্জের এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করে। কয়েকদিন আগে নারায়ণগঞ্জের ফরাজীকান্দা গ্রাম থেকে সাজিদের বড় ভাই মনোয়ার হোসেন মনাকে গ্রেফতার করে র‌্যাব। গোয়েন্দা সূত্র জানায়, সম্প্রতি ঢাকায় দুই দিনের সফরে আসা ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা ফাতেমাসহ অন্য জঙ্গিদের বিস্তারিত তথ্য ও মোবাইল নম্বর দেন। ডিবি পুলিশ অনুসন্ধানে জানতে পারে ফাতেমা কেরানীগঞ্জের এক বাসায় আত্মগোপন করে আছেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, ফাতেমার কাছ থেকে অন্য জঙ্গিদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এছাড়া তার কাছে পশ্চিমবঙ্গের জেএমবি নেটওয়ার্কসহ বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
 

সর্বশেষ খবর