পুলিশভ্যানে হামলা চালিয়ে জেএমবির মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের ছিনিয়ে নেওয়ার পর পুলিশ ছিনতাই হওয়া আসামি রাকিবুল হাসান রাকিবসহ তিনজনকে আটক করেছে। আসামি ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় টাঙ্গাইলের সখীপুরে প্রশিকা এলাকায় ছিনতাইকারী জেএমবির সদস্যদের ব্যবহৃত ভক্সি মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। পরে গাড়ি রেখে পালিয়ে যাওয়ার সময় জাকারিয়া নামে একজন এবং পুলিশ অভিযান চালিয়ে সখিপুরের তক্তার চালা নামক স্থান থেকে রাসেল ও রায়হান নামে আরও দুজনকে আটক করে। আটকের পর সখিপুর থানা পুলিশের কাছে রায়হান স্বীকার করেন যে, তার নাম হাফিজ মাহমুদ রাকিব হাসান। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এদিকে টঙ্গীর গাজীপুরা সিকদার মার্কেটের পেছনে নূর মোহাম্মদের বাড়ি থেকে স্বপ্না বেগম (২৩) নামের এক নারীকে গ্রেফতার করে টঙ্গী পুলিশ। তিনি জঙ্গি ছিনতাই পরিকল্পনাকারীদের একজন বলে পুলিশ দাবি করেছে। ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান জানান, জেএমবির তিন সদস্যকে ছিনতাইয়ের পর মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। তারা রাস্তায় হাত-পায়ের বেড়িগুলো কেটে ফেলেন। একই সঙ্গে হাফিজ মাহমুদ রাকিব হাসান তার দাড়ি শেভ করেন। তারা ভক্সি মাইক্রোবাসযোগে পালানোর সময় সখিপুর উপজেলা শহরে জ্যামে পড়লে দুটি সিএনজিকে সজোরে ধাক্কা দিয়ে চলে যেতে থাকে। এ সময় উপস্থিত জনতা মনে করে চালক ব্রেক ফেল করেছে। একের পর এক রাস্তার সব যানবাহন, রিকশা, টেম্পোকে ধাক্কা দিলে তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। পরে ছিনতাইকারী জেএমবির সদস্যরা পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের মূল হোতা জাকারিয়া হোসেনকে জনতার সহযোগিতায় পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। অন্যদিকে পালিয়ে যাওয়া আসামিদের ধরতে পুলিশ, র্যাব ও বিজিবি অভিযান চালাতে থাকে। বেলা ৩টার দিকে সখিপুরের তক্তার চালা নামল স্থানে বাসে চড়ার সময় রাকিব হোসেনকে ও সিএনজিতে চড়ার সময় রাসেলকে মির্জাপুর থানার এসআই শ্যামল দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে সন্দেহজনকভাবে আটক করেন।
শিরোনাম
- ফেনীতে ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদ
- পিসিবির দাবি প্রত্যাখ্যান করলো আইসিসি
- শাবিপ্রবির র্যাঙ্কিং বাড়াতে চার পদক্ষেপ নিল প্রশাসন
- টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা
- আজ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- ভারতে গণবিক্ষোভের শঙ্কা, ১৯৭৪ পরবর্তী আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ
- ভাঙ্গায় এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ
- লিবিয়া উপকূলে শরণার্থীবাহী নৌকায় আগুন, নিহত অন্তত ৫০
- ভারতে গেল ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশের প্রথম চালান
- জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর
- গাজা শহরে বৃষ্টির মতো গোলাবর্ষণ চলছে, প্রাণ বাঁচাতে দক্ষিণে ছুটছে ফিলিস্থিনিরা
- তিন বিভাগে ভারি বর্ষণের আভাস
- ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত হলেন সেই বন কর্মকর্তা
- দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- যে কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না জাপান
- টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ, স্বপ্ন দেখছে কৃষক
- আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে
- ক্ষতিগ্রস্ত শিল্পে স্বস্তি: ঋণের মেয়াদ বাড়বে সর্বোচ্চ ১০ বছর
দুই সহযোগীসহ টাঙ্গাইলে রাকিব গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর