কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চান্দপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম গত রমজান মাসের আগে সেনাবাহিনী থেকে চাকরি ছাড়েন। এর আগে তিনি কানাডায় যান। সেখান থেকে ফিরে এসেই তিনি চাকরি ছাড়েন। এরপরই যোগ দেন জঙ্গি সংগঠনে। সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য দিয়ে বলেন, স্বল্পকালীন এক প্রশিক্ষণে তিনি কানাডায় যান। বাংলাদেশে তিনি সামরিক প্রশিক্ষক হিসেবে জঙ্গি সংগঠন নিউ জেএমবিতে যোগ দেন। অস্ত্র চালনা থেকে শুরু করে নানা ধরনের প্রশিক্ষণ দিতেন জঙ্গিদের। তার বাবা নুরুল ইসলাম পুলিশের একজন সাবেক কর্মকর্তা। গত শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ১৪ নম্বর বাড়িতে পুলিশের অভিযানে নিহত হন জাহিদুল ইসলাম। জাহিদুলের ছদ্মনাম জাহাঙ্গীর ওরফে মুরাদ। রূপনগর থানায় এ ব্যাপারে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) ইউসুফ আলী জানান, নিহত মেজর মুরাদের আঙ্গুলের ছাপ মিলিয়ে নির্বাচন কমিশনে সংরক্ষিত জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার থেকে তার আসল নাম-পরিচয় পাওয়া গেছে। মোহাম্মদ জাহিদুল ইসলাম জঙ্গি সংগঠন নিউ জেএমবিতে মেজর মুরাদ ওরফে জাহাঙ্গীর ওরফে ওমর ফারুক নামে পরিচিতি ছিল। কুমিল্লায় জাহিদুল ইসলামের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, তিনি কানাডা থেকে ফিরে আসেন। রমজান মাসের আগে তিনি সেনাবাহিনীতে মেজর পদের চাকরি ছাড়েন। আর নিহত হওয়ার আগে ক্ষমা চেয়ে তার বাবাকে এসএমএস পাঠান জাহিদ। ক্ষুদে বার্তায় বলা হয়, ‘বাবা আমাকে মাফ করে দিও’। এই ক্ষুদে বার্তা পেয়ে হাইমাউ করে কাঁদেন জাহিদের বাবা। ঘটনার দিন চিকিৎসার কথা বলে তার বাবা-মা ঢাকায় যান। গ্রামের বাড়িতে কেউ নেই। তবে জাহিদের জঙ্গি হওয়ার বিষয়ে কিছুই জানতেন না এলাকার মানুষ। গণমাধ্যমে খবর ও ছবি দেখে হতবাক এলাকাবাসী। গতকাল সরেজিমনে গিয়ে চান্দপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা হয়। তবে তাদের বেশিরভাগই নাম প্রকাশ করতে চাননি। এলাকাবাসী জঙ্গি মুরাদ নয়, তাকে জাহিদুল ইসলাম নামেই জানেন ও চেনেন। তারা বলেন, ১৯৮৫ সালের দিকে জাহিদের বাবা নুরুল ইসলাম চান্দপুরে বাড়ি ‘ড্রিম হাউস’ বানিয়ে বসবাস শুরু করেন। তিনতলা ভবনের দ্বিতীয় তলায় নুরুল ইসলাম তার স্ত্রী, পুত্রবধূ ও দুই নাতনি (জাহিদের স্ত্রী-সন্তান) নিয়ে থাকেন। প্রথম ও তৃতীয় তলা ভাড়া দেওয়া হয়েছে। তবে গতকাল বাড়িতে জাহিদের বাবা-মা, স্ত্রী-সন্তানদের পাওয়া যায়নি। জানা যায়, কিছুদিন আগে জাহিদের বাবা নুরুল ইসলামের হার্টে রিং পরানো হয়েছে। গত শুক্রবার চিকিৎসার কথা জানিয়ে স্ত্রীসহ ঢাকায় গেছেন নুরুল ইসলাম। এলাকাবাসী জানিয়েছেন, গত রোজার সময় স্থানীয় মসজিদে নুরুল ইসলাম বলেছিলেন, তার ছেলে জাহিদ মেজরের চাকরি ছেড়ে কানাডা চলে গেছে। তারা বলেন, জাহিদ যখন বাড়ি আসত তখন পাড়া-প্রতিবেশীদের সঙ্গে তেমন কথা বলত না। কুশলাদি জিজ্ঞেস করেই বাসায় ঢুকে যেত। নামাজের সময় হলে মসজিদে যেত। এর বেশি এলাকাবাসী তার সম্পর্কে জানত না। তবে জাহিদ সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিল এটা সবাই জানত। কারণ জাহিদের নামে মাস শেষে রেশন আসত। রেশনের বস্তায় সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় জাহিদের নাম, পদবি দেখত প্রতিবেশীরা।
শিরোনাম
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
চাকরি ছেড়ে জঙ্গিতে যোগ দেয় জাহিদুল
বাবা পুলিশের সাবেক কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক ও কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ: দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা
১৪ ঘণ্টা আগে | জাতীয়