কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চান্দপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম গত রমজান মাসের আগে সেনাবাহিনী থেকে চাকরি ছাড়েন। এর আগে তিনি কানাডায় যান। সেখান থেকে ফিরে এসেই তিনি চাকরি ছাড়েন। এরপরই যোগ দেন জঙ্গি সংগঠনে। সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য দিয়ে বলেন, স্বল্পকালীন এক প্রশিক্ষণে তিনি কানাডায় যান। বাংলাদেশে তিনি সামরিক প্রশিক্ষক হিসেবে জঙ্গি সংগঠন নিউ জেএমবিতে যোগ দেন। অস্ত্র চালনা থেকে শুরু করে নানা ধরনের প্রশিক্ষণ দিতেন জঙ্গিদের। তার বাবা নুরুল ইসলাম পুলিশের একজন সাবেক কর্মকর্তা। গত শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ১৪ নম্বর বাড়িতে পুলিশের অভিযানে নিহত হন জাহিদুল ইসলাম। জাহিদুলের ছদ্মনাম জাহাঙ্গীর ওরফে মুরাদ। রূপনগর থানায় এ ব্যাপারে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) ইউসুফ আলী জানান, নিহত মেজর মুরাদের আঙ্গুলের ছাপ মিলিয়ে নির্বাচন কমিশনে সংরক্ষিত জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার থেকে তার আসল নাম-পরিচয় পাওয়া গেছে। মোহাম্মদ জাহিদুল ইসলাম জঙ্গি সংগঠন নিউ জেএমবিতে মেজর মুরাদ ওরফে জাহাঙ্গীর ওরফে ওমর ফারুক নামে পরিচিতি ছিল। কুমিল্লায় জাহিদুল ইসলামের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, তিনি কানাডা থেকে ফিরে আসেন। রমজান মাসের আগে তিনি সেনাবাহিনীতে মেজর পদের চাকরি ছাড়েন। আর নিহত হওয়ার আগে ক্ষমা চেয়ে তার বাবাকে এসএমএস পাঠান জাহিদ। ক্ষুদে বার্তায় বলা হয়, ‘বাবা আমাকে মাফ করে দিও’। এই ক্ষুদে বার্তা পেয়ে হাইমাউ করে কাঁদেন জাহিদের বাবা। ঘটনার দিন চিকিৎসার কথা বলে তার বাবা-মা ঢাকায় যান। গ্রামের বাড়িতে কেউ নেই। তবে জাহিদের জঙ্গি হওয়ার বিষয়ে কিছুই জানতেন না এলাকার মানুষ। গণমাধ্যমে খবর ও ছবি দেখে হতবাক এলাকাবাসী। গতকাল সরেজিমনে গিয়ে চান্দপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা হয়। তবে তাদের বেশিরভাগই নাম প্রকাশ করতে চাননি। এলাকাবাসী জঙ্গি মুরাদ নয়, তাকে জাহিদুল ইসলাম নামেই জানেন ও চেনেন। তারা বলেন, ১৯৮৫ সালের দিকে জাহিদের বাবা নুরুল ইসলাম চান্দপুরে বাড়ি ‘ড্রিম হাউস’ বানিয়ে বসবাস শুরু করেন। তিনতলা ভবনের দ্বিতীয় তলায় নুরুল ইসলাম তার স্ত্রী, পুত্রবধূ ও দুই নাতনি (জাহিদের স্ত্রী-সন্তান) নিয়ে থাকেন। প্রথম ও তৃতীয় তলা ভাড়া দেওয়া হয়েছে। তবে গতকাল বাড়িতে জাহিদের বাবা-মা, স্ত্রী-সন্তানদের পাওয়া যায়নি। জানা যায়, কিছুদিন আগে জাহিদের বাবা নুরুল ইসলামের হার্টে রিং পরানো হয়েছে। গত শুক্রবার চিকিৎসার কথা জানিয়ে স্ত্রীসহ ঢাকায় গেছেন নুরুল ইসলাম। এলাকাবাসী জানিয়েছেন, গত রোজার সময় স্থানীয় মসজিদে নুরুল ইসলাম বলেছিলেন, তার ছেলে জাহিদ মেজরের চাকরি ছেড়ে কানাডা চলে গেছে। তারা বলেন, জাহিদ যখন বাড়ি আসত তখন পাড়া-প্রতিবেশীদের সঙ্গে তেমন কথা বলত না। কুশলাদি জিজ্ঞেস করেই বাসায় ঢুকে যেত। নামাজের সময় হলে মসজিদে যেত। এর বেশি এলাকাবাসী তার সম্পর্কে জানত না। তবে জাহিদ সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিল এটা সবাই জানত। কারণ জাহিদের নামে মাস শেষে রেশন আসত। রেশনের বস্তায় সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় জাহিদের নাম, পদবি দেখত প্রতিবেশীরা।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
চাকরি ছেড়ে জঙ্গিতে যোগ দেয় জাহিদুল
বাবা পুলিশের সাবেক কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক ও কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর