শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রানের পাহাড়ে চাপা টাইগাররা

হায়দরাবাদ টেস্ট

ক্রীড়া প্রতিবেদক

রানের পাহাড়ে চাপা টাইগাররা

উইকেট পাওয়ার পর তাইজুলকে ঘিরে উল্লাস —বাংলাদেশ প্রতিদিন

হায়দরাবাদ টেস্টের প্রথম দিনেই ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়েছে ভারত। প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৩৫৬ রান। সেঞ্চুরি করেছেন ওপেনার মুরালি বিজয় ও অধিনায়ক বিরাট কোহলি। গতকাল হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নেমেও শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। প্রথম ওভারেই উইকেট তুলে নেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। এরপর ফিল্ডিং মিসের কারণে দিনের প্রথম সেশনেই ৫টি সুযোগ নষ্ট করে বাংলাদেশ। দুবার নতুন জীবন পেয়ে ১০৮ রানের ইনিংস খেলেছেন মুরালি। তিনবার বেঁচে গিয়েও শতক পূরণ করতে পারেননি পূজারা। আউট হওয়ার আগে করেছেন ৮৩ রান। তবে ভারতের ভয়ঙ্কর ব্যাটসম্যান কোহলি সেঞ্চুরি করেও অপরাজিত রয়েছেন। ৪৫ রানে অপরাজিত রয়েছেন আরেক ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। চতুর্থ উইকেটে তাদের জুটি থেকে এসেছে ১২২ রান। এই জুটি এখন টাইগারদের বুকে কাঁটা হয়ে বিঁধছে। গতকাল শুরুতে ভারত ধাক্কা খেলেও পূজারা ও মুরালির ১৭৮ রানের জুটি তা খুব ভালো করেই সামলে নেয়। বাংলাদেশের বোলাররা তাদের ওপর প্রভাব বিস্তার করতেই পারেননি। দিনের প্রথম সেশনে তাসকিন, আর শেষ সেশনে তাইজুল একটুখানি বিপাকে ফেলতে পেরেছিলেন। অন্য বোলাররা পড়েছিলেন ভারতীয় ব্যাটসম্যানদের তোপের মুখে। সবচেয়ে বেশি ঝড় গেছে পেসার কামরুল ইসলাম রাব্বির ওপর দিয়ে। তার বোলিংয়ের বিরুদ্ধে ওভারপ্রতি পাঁচের বেশি গড়ে রান করেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজও সুবিধা করতে পারেননি। প্রথম দিনে মুশফিকদের কোনো পরিকল্পনাই কাজে লাগেনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর