শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বাংলা ভাষা শুদ্ধরূপে ছড়িয়ে দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

বাংলা ভাষা শুদ্ধরূপে ছড়িয়ে দিতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, শিশুদের উচ্চারণ সঠিকভাবে শেখার জন্য শব্দ করে পড়া জরুরি। গতকাল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বিশ্ব শব্দ করে পড়া দিবস-২০১৯’বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন। আরেফিন সিদ্দিক বলেন, ‘আমাদের সময় শব্দ করে না পড়লে অভিভাবকরা ধমক দিতেন। শিশুদের শব্দ করে পড়ার অভ্যাস গড়ে তোলার ব্যাপারে অভিভাবকদের সহযোগিতা করা প্রয়োজন। আমাদের শিশুরা বিশ্বের সব ভাষাই শিখবে। সেই সঙ্গে বাংলা ভাষা যত্ন এবং গুরুত্ব দিয়ে শিখবে। কারণ, নিজের ভাষা ভালো করে রপ্ত করতে না পারলে অন্য ভাষা আয়ত্তে আনা যায় না।’ দেশের সব মা-বাবাকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মাতৃভাষা রক্তের বিনিময়ে অর্জিত। যারা মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার শান্তির জন্যই আমাদের এই ভাষা শুদ্ধরূপে পরিশুদ্ধ উচ্চারণে বিশ্বে ছড়িয়ে দিতে হবে।’ পঙ্কজ দেবনাথ এমপি বলেন, ‘শিশু বয়সে আমাদের সময় শব্দ করে পড়ার অভ্যাস ছিল। কারণ উচ্চারণে ভুল হলে অভিভাবকরা তা ঠিক করে পড়তে বলতেন। সঠিক উচ্চারণ এবং বলতে না পারার জন্য তাদের কাছে আমরা অনেক ধমক খেয়েছি।

সর্বশেষ খবর