বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ০০:০০ টা

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

দুনিয়া কাঁপানো বিশ্বকাপ ফুটবল ট্রফি এখন ঢাকায়। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ বিমানে করে ঢাকায় আসে এ ট্রফি। সঙ্গে এসেছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের মিডফিল্ডার ক্রিস্টিয়ান কারাম্বু ও ফিফার সাত সদস্যের প্রতিনিধি দল। বিশ্বকাপ ট্রফিটি বিমানবন্দরে নামতেই সেটিকে পাশে রেখে ছবি তোলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। এরপর বিকালে বঙ্গভবনে এবং সন্ধ্যায় গণভবনে নেওয়া হয় ট্রফিটি। সেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয় বিশ্বকাপের ট্রফি। কাতার বিশ্বকাপ সামনে রেখে গত ১২ মে দুবাই থেকে কোকোকোলার আয়োজনে বিশ্বকাপ ট্রফি বিশ্ব ভ্রমণ শুরু করে। ৫৬টি দেশ ঘোরার পথে কোকোকোলার উদ্যোগে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহায়তায় বাংলাদেশে এসেছে ট্রফিটি। আজ সাধারণ মানুষ বিশ্বকাপ ট্রফি সরাসরি দেখার সুযোগ পাবেন। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্বাচিত দর্শকরা হোটেলে বিশ্বকাপ ট্রফি দেখবেন ও ছবি তুলবেন। এরপর বিকালে আর্মি স্টেডিয়ামে হবে কনসার্ট। সেখানেও প্রদর্শন করা হবে বিশ্বকাপ ট্রফি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর