সোমবার, ১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

রাতে কাজটা হয়, আমরাও করাইছি

নিজস্ব প্রতিবেদক

রাতে কাজটা হয়, আমরাও করাইছি

ভোটের আগের রাতে কেন্দ্রে ব্যালট পেপার পাঠালে কারচুপি হয়। আর কারচুপি ঠেকাতে ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর দাবি জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। এ বিষয়ে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘রাতে কিন্তু কাজটা (ভোট দেওয়া) হয়। হয় মানে কী, আমরাই করাইছি, কী বলব, এটা হয়।’ গতকাল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে এ দাবি জানিয়েছে জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের দায়িত্বে থাকা জাপা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করে জাপা মহাসচিব বলেন, ‘ইভিএমে আমাদের আস্থা নেই। ব্যক্তিগতভাবে আমারও এতে কোনো আস্থা নেই। মানুষ মনে করে, ইভিএমে ভোট পাল্টে দেওয়া হলে কিছু করার নেই। কারণ, ফল রিচেক করা যায় না।’

সর্বশেষ খবর