বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ভারতকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ভারতকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গতকাল নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে এ গ্রুপের শেষ ম্যাচে ভারতকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করলেন সাবিনা খাতুনরা। ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে সেমিফাইনাল খেলবে ভারতও। শেষ চারের লড়াইয়ে বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। অপর সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে স্বাগতিক দল নেপালের।

গতকাল ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল উপহার দেয় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ম্যাচের ১২ মিনিটেই বাংলাদেশকে এগিয়ে দেন সিরাত জাহান স্বপ্না। কৃষ্ণা রানী সরকারের বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডি বক্সের ভিতর থেকে বাম পায়ের শটে বল জালে জড়ান স্বপ্না। এরপর ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার। ৫৩তম মিনিটে ব্যবধান ৩-০ করেন সিরাত জাহান স্বপ্না। এবার স্বপ্নাকে এসিস্ট করেন অধিনায়ক সাবিনা খাতুন। প্রথম গোলেও অবদান ছিল সাবিনার। মাঝ মাঠ থেকে কৃষ্ণা রানীকে বলটা এগিয়ে দিয়েছিলেন তিনিই। দুর্দান্ত এ জয়ের পর মাঠজুড়ে উৎসব করেন সাবিনা খাতুনরা। কোচ গোলাম রব্বানী ছোটনসহ অন্যরাও যোগ দেন তাদের উৎসবে। বয়সভিত্তিক দলগুলোর লড়াইয়ে ভারতকে বেশ কয়েকবার হারালেও জাতীয় দল এবারই প্রথম হারাল ভারতকে। এ জয়ের স্বাদই যে ভিন্ন রকমের! এবার সেমিফাইনালের লড়াই। ১৬ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ-ভুটান এবং বিকালে নেপাল-ভারত সেমিফাইনালে মুখোমুখি হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর।

 

 

সর্বশেষ খবর