শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সুযোগ সার্বিয়া সুইজারল্যান্ডের সামনেও

ক্রীড়া প্রতিবেদক

টানা দুই জয়ে গ্রুপ ‘জি’ থেকে সুপার সিক্সটিন নিশ্চিত করেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গী হয়ে কোন দল নকআউট পর্বে যাবে, সেটা নিশ্চিত হয়নি। রেসে রয়েছে গ্রুপের বাকি তিন দল সুইজারল্যান্ড, ক্যামেরুন ও সার্বিয়া। বাংলাদেশ সময় আজ রাত ১টায় ব্রাজিলের প্রতিপক্ষ আফ্রিকান ক্যামেরুন। একই সময় মুখোমুখি হচ্ছে দুই ইউরোপিয়ান প্রতিপক্ষ সার্বিয়া ও সুইজারল্যান্ড। গ্রুপে ব্রাজিলের পয়েন্ট ৬, সুইজারল্যান্ডের ৩ এবং ১ পয়েন্ট করে ক্যামেরুন ও সার্বিয়ার। সার্বিয়া ও সুইজারল্যান্ড ম্যাচে সুবিধাজনক অবস্থানে সুইসরা। ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট তুলে নেয়। পরের ম্যাচে অবশ্য একই ব্যবধানে হেরে যায় ব্রাজিলের কাছে। ফলে সুইজারল্যান্ডের গোল ব্যবধান শূন্য। প্রতিপক্ষ সার্বিয়া প্রথম ম্যাচে হেরে যায় ব্রাজিলের কাছে ২-০ গোলে। ক্যামেরুনের সঙ্গে শ্বাসরুদ্ধকর ম্যাচটি ড্র করে ৩-৩ গোলে। অথচ ম্যাচে ৩-১ ব্যবধানে এগিয়ে ছিল সার্বিয়া। জটিল সমীকরণের গ্রুপ থেকে সার্বিয়াকে নকআউট পর্বে খেলতে হারাতেই হবে সুইজারল্যান্ডকে। শুধু হারালেই হবে না, ব্যবধান হতে হবে বড়। গোল ব্যবধানে দলটি এখন মাইনাস ২। প্লাস হতে হলে কমপক্ষে ৩ গোলের ব্যবধানে জিততে হবে। সুইজারল্যান্ড যদি জিতে যায়, তাহলে সমীকরনের কোনো প্রয়োজন নেই। ড্র করলে পয়েন্ট ৪। তখন সুইসদের অপেক্ষায় থাকতে হবে ব্রাজিল-ক্যামেরুন ম্যাচের দিকে। যদি ক্যামেরুন হারিয়ে দেয় ব্রাজিলকে, তাহলে আফ্রিকান প্রতিনিধিদের পয়েন্ট হবে ৪। হেরে গেলে বিদায়। ড্র করলেও বাদ।

সর্বশেষ খবর