মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
থামছেই না আগুন

আগুন সিলেট রংপুরেও

নিজস্ব প্রতিবেদক, রংপুর ও সিলেট

আগুন সিলেট রংপুরেও

সিলেটে জ্বলছে ফলের আড়ত

গরম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অগ্নিকাণ্ডের ঘটনা। রংপুর নগরীর কাপড়ের মার্কেট মতিপ্লাজায় গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই দিন আগুন লেগেছে সিলেটে ফলের আড়তে।

জানা গেছে, গতকাল বিকাল সোয়া ৩টায় রংপুর নগরীর কাপড়ের মার্কেট মতিপ্লাজায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে মার্কেটের পেছনের অংশে থাকা একটি ফোমের গোডাউন ও কাগজের কার্টনের একটি গোডাউন ভস্মীভূত হয়েছে। ঈদের আগে মার্কেটে আগুন লাগার ঘটনায় চিন্তিত হয়ে পড়েছেন অর্ধশত ব্যবসায়ী। এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখবে পুলিশ। এমনটা জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন। অন্য দিকে সিলেটে ফলের আড়তে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মার্কেটের ছাদের ওপর সংরক্ষিত ফলের ক্যারট (প্লাস্টিকের ঝুঁড়ি) থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পান ফল মার্কেটের ব্যবসায়ীরা। অগ্নিকান্ডের কয়েক লক্ষ টাকার ক্ষতির কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল দুপুর সাড়ে ১২টায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সিলেট নগরীর কদমতলী ফলের আড়তের দ্বিতীয় তলার ছাদে সংরক্ষিত ক্যারট থেকে আগুনের সূত্রপাত হয়। ছাদে কয়েক হাজার ক্যারট সংরক্ষিত ছিল। কয়েক মিনিটের মধ্যে আগুন সংরক্ষিত সব ক্যারটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর