বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ০০:০০ টা

প্রশ্নবিদ্ধ হলে ভোট স্থগিত হবে : সিইসি

গাজীপুর প্রতিনিধি

প্রশ্নবিদ্ধ হলে ভোট স্থগিত হবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাজীপুরে নির্বাচনের গুরুত্ব নির্বাচন কমিশনের কাছে অত্যধিক। কারণ আগামীতে জাতীয় সংসদ নির্বাচন। আমাদের নির্বাচনব্যবস্থায় এখনো অনেক অপসংস্কৃতি, কালো সংস্কৃতি রয়ে গেছে। রাতারাতি এসব সংস্কৃতি থেকে বের হয়ে আসা সম্ভব নয়। তবে ভোটে কোনো অনিয়ম-দুর্নীতি আমরা বরদাশত করব না।

গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে গতকাল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের তরফ থেকে যদি কোনো বিচ্যুতি হয়, সরকারের পক্ষ থেকে যদি কোনো বিচ্যুতি হয়, আমরা যদি সে অভিযোগ পেয়ে থাকি, সেই অভিযোগ আমরা আমলে নেব এবং আমাদের সীমিত সামর্থ্যরে মধ্যে প্রতিকারের যে বিধান রয়েছে আমরা সেটা নিতে কোনো দ্বিধা করব না। তিনি বলেন, নির্বাচনে কালো টাকা ব্যাপকভাবে প্রভাব ফেলবে না। আমাদের কালো টাকার ছড়াছড়ির সংস্কৃতি থেকে ধীরে ধীরে উঠে আসতে হবে। যতদূর সম্ভব কালো টাকা বিতরণ প্রতিহত করার চেষ্টা করতে হবে। সিইসি বলেন, নির্বাচন অবাধ নিরপেক্ষ হতে হবে, উৎসবমুখর হতে হবে। আমরা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চয়তা দেব, আমাদের তরফ থেকে সর্বাত্মকভাবে চেষ্টা করা হবে যাতে ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারেন, ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

সর্বশেষ খবর