শুক্রবার, ২ জুন, ২০২৩ ০০:০০ টা

ডিজিটাল ব্যাংক এ বছরই

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল ব্যাংক এ বছরই

ব্যাংক খাতে ভুয়া ও বেনামি ঋণ ধরতে ক্রেডিট স্কোরিং সিস্টেম চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একই সঙ্গে নতুন অর্থবছরেই ডিজিটাল ব্যাংক স্থাপনের ঘোষণা দেন তিনি। গতকাল জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এসব ঘোষণা দেন। অর্থমন্ত্রী বলেন, ‘আর্থিক অন্তর্ভুক্তি প্রক্রিয়া দ্রুততর এবং এর পরিধি ব্যাপকতর করার কৌশল নির্ধারণের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের একটি কমিটি কাজ করছে। এই কমিটি ডিজিটাল ব্যাংক স্থাপনের রূপরেখা প্রণয়নের কাজ সম্পন্ন করেছে। আশা করছি, আগামী ২০২৩-২৪ অর্থবছরেই ডিজিটাল ব্যাংক স্থাপন করা যাবে।’ তিনি আরও বলেন, ‘আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং প্রযুক্তি প্রয়োগ করে ক্রেডিট স্কোরিং সিস্টেম চালু করার জন্য কাজ করে যাচ্ছি।

ডিজিটাল ব্যাংক ও ক্রেডিট স্কোরিং চালু হলে খুব সহজে ভুয়া ও বেনামি ঋণগ্রহীতাদের শনাক্ত করা সম্ভব হবে এবং প্রকৃত ঋণগ্রহীতাদের ঋণ গ্রহণ প্রক্রিয়া অনেক সহজ হয়ে আসবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর