গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, ইনু সাহেব, মেনন সাহেবের মন খারাপ। শেখ হাসিনার পাতানো নির্বাচনে একটা সিটের আশায় খেলতে গিয়ে এই দালালগোষ্ঠীর এখন আমও যাচ্ছে, ছালাও যাচ্ছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে অবরোধের সমর্থনে ‘গণফোরাম’ ও ‘বাংলাদেশ পিপলস পার্টি’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির নেতা-কর্মীদের উপস্থিতিতে সুব্রত চৌধুরী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কারা নির্বাচিত হবে সেই তালিকাও হয়তো এত দিনে তৈরি হয়ে গেছে। এই তালিকা গোপন থাকবে না। ইনু সাহেব, মেনন সাহেবের মন খারাপ। কিংস পার্টি, কুইন্স পার্টিরাও ভেবেছিল সিট পাবে। শেখ হাসিনার পাতানো নির্বাচনে একটা সিটের আশায় খেলতে গিয়ে এই দালালগোষ্ঠীর এখন আমও যাচ্ছে, ছালাও যাচ্ছে। তিনি বলেন, ২০১৪ সালে এক কেরামতি আর ২০১৮ সালে আরেক রাজচালাকি করে ক্ষমতায় বসেছে আওয়ামী লীগ। ২০২৪-এ এসে বলছে, নির্বাচনে যাও, সবাইকে কিছু না কিছু দেব। দলের লোকজনকে বলেছেন, এবার তোমরাও দাঁড়িয়ে যাও, তবে আমি কোনো দায়িত্ব নেব না। মারামারি করে ইলেকশন করো। সরকার আবারও একটা তামাশার নির্বাচন করতে চাইছে- এমন মন্তব্য করে সুব্রত চৌধুরী বলেন, নির্বাচনে কোনো প্রতিপক্ষ নেই। কেউ গোপনে আবার কেউ প্রকাশ্যে গণভবনে যাচ্ছে দোয়া নিতে। আলোচনা চলছে কাকে কয়টা সিট দেওয়া হবে, কাকে নৌকা দেওয়া হবে, কাকে স্বতন্ত্র আবার কাকে ডামি বানানো হবে। গণফোরামের সম্পাদক বলেন, ২০১৪ সালে হয়েছে ভোটবিহীন নির্বাচন। ২০১৮ সালে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সুষ্ঠু ভোটের। কিন্তু আমাদের প্রার্থীদের মাঠেই নামতে দেওয়া হয়নি। আওয়ামী লীগের অনেক প্রার্থীও জানে না কীভাবে ভোট হয়েছিল। বাংলাদেশ পিপলস পার্টির সভাপতি বাবুল সরদার চাখারী বলেন, এই তামাশার নির্বাচনে যে ৩০টি দল গেছে তাদের সবার সভানেত্রী শেখ হাসিনা। উনি গণভবনে বসে সবাইকে সিটের আশা দিচ্ছেন।
শিরোনাম
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া