গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, ইনু সাহেব, মেনন সাহেবের মন খারাপ। শেখ হাসিনার পাতানো নির্বাচনে একটা সিটের আশায় খেলতে গিয়ে এই দালালগোষ্ঠীর এখন আমও যাচ্ছে, ছালাও যাচ্ছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে অবরোধের সমর্থনে ‘গণফোরাম’ ও ‘বাংলাদেশ পিপলস পার্টি’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির নেতা-কর্মীদের উপস্থিতিতে সুব্রত চৌধুরী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কারা নির্বাচিত হবে সেই তালিকাও হয়তো এত দিনে তৈরি হয়ে গেছে। এই তালিকা গোপন থাকবে না। ইনু সাহেব, মেনন সাহেবের মন খারাপ। কিংস পার্টি, কুইন্স পার্টিরাও ভেবেছিল সিট পাবে। শেখ হাসিনার পাতানো নির্বাচনে একটা সিটের আশায় খেলতে গিয়ে এই দালালগোষ্ঠীর এখন আমও যাচ্ছে, ছালাও যাচ্ছে। তিনি বলেন, ২০১৪ সালে এক কেরামতি আর ২০১৮ সালে আরেক রাজচালাকি করে ক্ষমতায় বসেছে আওয়ামী লীগ। ২০২৪-এ এসে বলছে, নির্বাচনে যাও, সবাইকে কিছু না কিছু দেব। দলের লোকজনকে বলেছেন, এবার তোমরাও দাঁড়িয়ে যাও, তবে আমি কোনো দায়িত্ব নেব না। মারামারি করে ইলেকশন করো। সরকার আবারও একটা তামাশার নির্বাচন করতে চাইছে- এমন মন্তব্য করে সুব্রত চৌধুরী বলেন, নির্বাচনে কোনো প্রতিপক্ষ নেই। কেউ গোপনে আবার কেউ প্রকাশ্যে গণভবনে যাচ্ছে দোয়া নিতে। আলোচনা চলছে কাকে কয়টা সিট দেওয়া হবে, কাকে নৌকা দেওয়া হবে, কাকে স্বতন্ত্র আবার কাকে ডামি বানানো হবে। গণফোরামের সম্পাদক বলেন, ২০১৪ সালে হয়েছে ভোটবিহীন নির্বাচন। ২০১৮ সালে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সুষ্ঠু ভোটের। কিন্তু আমাদের প্রার্থীদের মাঠেই নামতে দেওয়া হয়নি। আওয়ামী লীগের অনেক প্রার্থীও জানে না কীভাবে ভোট হয়েছিল। বাংলাদেশ পিপলস পার্টির সভাপতি বাবুল সরদার চাখারী বলেন, এই তামাশার নির্বাচনে যে ৩০টি দল গেছে তাদের সবার সভানেত্রী শেখ হাসিনা। উনি গণভবনে বসে সবাইকে সিটের আশা দিচ্ছেন।
শিরোনাম
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
ইনু মেননের মন খারাপ, হারাচ্ছেন আম ছালা : সুব্রত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর