কেমন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া? প্রায় চার মাস ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগসহ বেশ কিছু জটিল রোগে ভুগছেন। তাঁর পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের পাশাপাশি তিনি লিভার সিরোসিসেও আক্রান্ত। চিকিৎসকরা বলেছেন, বেগম জিয়াকে সুস্থ করতে হলে তাঁর লিভার প্রতিস্থাপনের কোনো বিকল্প নেই। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বারবার তাগিদ দেওয়া হয়েছে তাঁকে বিদেশের কোনো ‘মাল্টি ডিসিপ্লিনারি ডেভেলপমেন্ট হেলথ সেন্টারে’ নেওয়ার জন্য। ৭৮ বছর বয়সী বেগম খালেদা জিয়া সর্বশেষ গত ৯ আগস্ট এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে বেশ কয়েকবার তাঁকে সিসিইউতে নেওয়া হয়। জানা গেছে, সর্বশেষ হাসপাতালে আসার পর তাঁর পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ বন্ধ করা যাচ্ছিল না। গত ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে আসা তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক তাঁর দেহে বিশেষ চিকিৎসা পদ্ধতি (টিপস প্রসিডিওর) সম্পন্ন করেন। এর ফলে লিভার সিরোসিসজনিত জটিলতা কিছুটা উপশম হয়। এখন তাঁর পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ সাময়িকভাবে বন্ধ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। উল্লেখ্য যে, গত বছরের জুনে বেগম জিয়ার এনজিওগ্রাম করা হলে তাঁর হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। তখন একটি রিং পরানো হয়। মেডিকেল বোর্ডের কয়েকজন সদস্য চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, বেগম খালেদা জিয়ার রক্তচাপ ও ডায়াবেটিসসহ স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারের উন্নতি হয়েছে। দু-এক দিন পরপর বিভিন্ন রকমের টেস্ট করা হচ্ছে। বোর্ডের চিকিৎসকরা সেগুলোর রিপোর্ট দেখে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধপত্রে পরিবর্তন আনেন। তারা জানান, বিএনপি প্রধান এখন টুকটাক কথাবার্তাও বলতে পারছেন চিকিৎসকদের সঙ্গে। মাঝেমধ্যে পত্রিকা পড়তে চান। জানতে চান দেশের অবস্থা। কিন্তু শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে চিকিৎসকরা তাঁকে তেমন কোনো কিছু জানতে দেন না। রাজনীতির খারাপ কোনো খবর তো নয়ই। যেদিন শরীর একটু ভালো লাগে সেদিন খালেদা জিয়া তাঁর ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক কথাবার্তা বলার চেষ্টা করেন। এমনকি চিকিৎসকদের পরিবারের খোঁজ-খবরও জিজ্ঞাসা করেন। প্রায় প্রতিদিনই লন্ডন থেকে পুত্রবধূ ডা. জোবায়দা রহমান ফোন করে কথা বলেন। বিশেষ করে তাঁর শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ-খবর নেন। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ সম্পর্কে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ম্যাডামের অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল। মেডিকেল বোর্ড এটা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওনার এ অবস্থার মধ্যে যতটা সম্ভব রাজনৈতিক কথাবার্তা থেকে দূরে রাখাই মঙ্গল। লিভারের চিকিৎসা সম্পর্কে তিনি বলেন, লিভারের সমস্যা দিন দিন জটিল হচ্ছে। এটার শতভাগ চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। এ জন্য তাঁর লিভার ট্রান্সপ্লান্টের কোনো বিকল্প নেই। মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে। কিন্তু একাধিক জটিলতা থাকায় সীমাবদ্ধতা রয়েছে। এ জন্য তাঁকে বারবার বিদেশে ‘মাল্টি ডিসিপ্লিনারি ডেভেলপমেন্ট হেলথ সেন্টারে’ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সাবেক এই প্রধানমন্ত্রীর পরিচর্যার জন্য হাসপাতালে অবস্থান করছেন তাঁর ছোট পুত্রবধূ শর্মিলা রহমান। তিনি কয়েক মাস আগে লন্ডন থেকে ঢাকায় আসেন। নাতনি জাফিয়া রহমান কয়েক দিন আগে লন্ডন ফিরে গেছেন। ব্যক্তিগত সেবার জন্য সার্বক্ষণিক হাসপাতালে আছেন তার গৃহকর্মী ফাতেমা।
শিরোনাম
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর