আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘নৈরাজ্যকারীদের শক্ত হাতে মোকাবিলা করবে আওয়ামী লীগ। আমাদের শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত বিএনপি, জামায়াত জঙ্গিগোষ্ঠীর আস্ফালন সহ্য করা হবে না। গণতন্ত্র ও সংবিধান রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নানক বলেন, আওয়ামী লীগ নৈরাজ্যকারীদের বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে সব হত্যা ও সহিংসতার দায় আন্দোলনকারীদের নিতে হবে। আমরা সংঘাত নয়, শান্তি চাই। দেশমাতৃকাকে ভালোবেসে ধৈর্যের শেষ সীমায় পৌঁছেছি। ধৈর্য মানেই দুর্বলতা নয়।
‘সন্ত্রাস মোকাবিলায়’ আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের মাঠে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখন আর ঘরে বসে থাকার সময় নেই। যে যেখানে আছেন, দেশবিরোধী জামায়াত-শিবিরকে নির্মূল করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। সরকার পতনের এক দফা দাবি শিক্ষার্থীদের নয়, তাদের পেছনে লুকিয়ে থাকা বিএনপি ও জামায়াত-শিবির জঙ্গিগোষ্ঠীর। সরকার পতনের নামে তারা দেশে হত্যা ও ধ্বংস চালিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়।’