আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার আগে মাঠে তৎপর হয়েছেন ছাত্রনেতারা। তারা বিভিন্ন এলাকায় গিয়ে জনমত গড়ে তোলার চেষ্টা করছেন। জনগণ কী চায় সেটা বোঝার চেষ্টা করছেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা। গতকাল চাঁদপুরে ছিলেন আন্দোলনের অন্যতম নেতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। পঞ্চগড়ে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। ঢাকায় রায়েরবাজারে শহীদদের কবর জিয়ারত করেন ছাত্রনেতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। মাঠে সক্রিয় এ ছাত্রনেতারা কে কী বলেছেন, তা তুলে ধরেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিরা।
ফেব্রুয়ারির শুরুতেই শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারকে ফেব্রুয়ারি মাসের শুরুতেই আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হবে। গতকাল রায়েরবাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করতে গিয়ে এ কথা জানান উপদেষ্টা।
শহীদদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। অন্তর্বর্তী সরকার সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাতপরিচয়ের শহীদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান। শহীদদের কবর জিয়ারতের পর তিনি শহীদদের স্বজনের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন। উল্লেখ্য, জুলাই গণ অভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা প্রকাশ করেছে সরকার। চলতি অর্থবছর প্রত্যেক শহীদ পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দেওয়া হবে। এ ছাড়া জুলাই গণ অভ্যুত্থানে ১৫ হাজার আহতের চিকিৎসায় অনুদান হিসেবে ১৫০ কোটি টাকা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যারা বাংলাদেশপন্থি তাদের মধ্যে নির্বাচন হবে। বাংলাদেশবিরোধী, আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। গতকাল বিকালে চাঁদপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার সময় দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র-জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে পাথসভায় এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল, ছাত্র?সংগঠন আছে, শ্রমিক, নারী, আলেম-ওলামা আছেন সবাই যারা বাংলাদেশপন্থি?সবাই বাংলাদেশে থাকবেন এবং তাদের নিয়ে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে তারা বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশের জনগণকে নিয়ে বৈষম্যহীন ইনসাফমূলক একটি শাসনব্যবস্থা কায়েম করবেন। তিনি আরও জানান, আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার করা, গুম-খুন, ধর্ষণের বিচার করা, সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশপন্থি সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশকে উপহার দেওয়া- যেটি গত ১৬ বছরে সম্ভব হয়নি। এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দীন ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, চাঁদপুর নাগরিক কমিটির নেতারা, ইসলামী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতা।
গুজব সেল থেকে প্রপাগান্ডা ছড়াচ্ছে : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা গুজব খুঁটির ওপর দাঁড়িয়ে মানুষের মাঝে বিভ্রান্ত ও বিভাজন তৈরির চেষ্টা করছে। তারা পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে প্রপাগান্ডা ছড়াচ্ছে। দেশের মানুষ বিবেকবান হওয়ায় এ গুজবে শুধু বিনোদনের খোরাক জোগায়। গতকাল দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে মাসব্যাপী তারুণ্য উৎসবের স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট প্রোগ্রাম শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন।
এর আগে কলেজ মাঠে স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট প্রোগ্রাম অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, স্বপ্নপূরণ অর্গানাইজেশনের মখলেছার রহমান মুন্না বক্তব্য রাখেন। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে বেলুন উড়িয়ে স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট প্রোগ্রামের উদ্বোধন করেন সারজিস।
অনুষ্ঠানে সারজিস আলম আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার গণ অভ্যুত্থানের সামনের সারিতে ছিল মেয়েরা। আগামীর বাংলাদেশ গড়ার সামনের সারিতেও থাকবে মেয়েরা এবং মেয়ে-ছেলে যাই বলি না কেন, দিন শেষে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের জায়গা থেকে নিজের যা কাজ তা করা। তাই আগামীর বাংলাদেশ গড়তে সবার পাশাপাশি তরুণদের নিয়ে কাজ করতে হবে। এদিকে সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড় রেলস্টেশনের সৌন্দর্যবর্ধনের কাজের উদ্বোধন করেন।
এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, শিগগিরই মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে পুলিশ। পুলিশের ভয় কেটে যাবে, পুলিশ যাতে মানুষের সঙ্গে দেশের নাগরিকের বন্ধু হিসেবে কাজ করতে পারে সেই চেষ্টা করছে সরকার। একই সঙ্গে যেসব পুলিশ অন্যায় করেছে তাদের বিচার হচ্ছে সেই সঙ্গে পুলিশ বাহিনী পুনর্গঠনের কাজ চলছে বলেও জানান তিনি।
সারজিস আলম বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই। ড. ইউনূসের হাত ধরেই বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন আমরা দেখতে পারব। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, পঞ্চগড় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র তৌহিদুল ইসলাম ও জামায়াতে ইসলামীর নেতা নাজিম উদ্দিন।