ভারতের কর্ণাটক রাজ্যের আলুরে গতকাল সন্ধ্যায় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু রয়েছে। ওই ব্যক্তির নাম চিকান্না [৬০]। হাতিটিকে খোঁজে বের করতে প্রচেষ্টা চলছে বলে গণেশ ভাট নামে একজন বর্ন কর্মকর্তা জানিয়েছেন। খবর দ্য হিন্দুর
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৬/শরীফ