ভুঁইফোঁড় অর্থলগ্নিকারী সংস্থা সারদা’র মাধ্যমে তৃণমূল কংগ্রেসের সরকার পশ্চিমবঙ্গের মানুষের রুপি চুরি ও তাদের সঞ্চয়ের অর্থ লুঠ করেছে বলে অভিযোগ করেছেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী।
শনিবার হাওড়া জেলার শ্যামপুরে এক নির্বাচনী প্রচারণায় এসে তৃণমূল কংগ্রেসের সরকারকে তোপ দেগে রাহুল বলেন, ‘একটি সরকারের কাজ হল মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান দেওয়া, এই সরকার তার কিছ্ইু করেনি। সারদার মাধ্যমে তৃণমূলের সরকার মানুষের রুপি কেড়ে নিয়েছে, তাদের সব সঞ্চয় লুঠ করেছে’।
রাহুল বলেন, ‘আগে চাকরির খোঁজে এই বাংলায় অন্য রাজ্যের মানুষ আসতো, কিন্তু এখন এই রাজ্যের মানুষ অন্য রাজ্যে চলে যাচ্ছে, কারণ তারা সবাই বুঝতে পারছে যে মমতার সরকার কোন কর্মসংস্থানের যোগান দিতে পারবে না। কলকাতায় নির্মীয়মাণ বিবেকানন্দ ফ্লাইওভার ধসের ঘটনাতেও মমতার সরকারকে তোপ দেগেছেন রাহুল। এই ঘটনায় মমতার দলের লোকেরা কেউই ক্ষতিগ্রস্থ হয়নি, যারা তাদের স্বজনদের হারিয়েছে তারা ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
পরিবর্তনের কটাক্ষ করে রাহুল বলেন, ‘দুর্নীতি মুক্ত সরকার গঠন, কর্মসংস্থান তৈরির করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু গত পাঁচ বছরে মমতাও পরিবর্তন দেখেননি, পশ্চিমবঙ্গের মানুষও পরিবর্তন দেখেনি। পাঁচ বছরের আগে বাংলা যে জায়গায় ছিল এখনও সেই জায়গাতেই রয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও একহাত নিয়েছেন রাহুল। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে মমতা বন্দোপাধ্যায় যেমন মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন ঠিক তেমনি অন্যদিকে মোদিজিও দিল্লিতে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন’।
তিনি বলেন, মোদিজি কালো রুপি দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল এবং পরে ফেয়ার এন্ড লাভলি স্কিম প্রকলেল্পর ঘোষণা দিল, যেখানে মানুষ কর দিয়েই তাদের কালো রুপি সাদা করতে পারবে। ঠিক একইভাবে মমতাজি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার কথা বলেছিলেন, কিন্তু পরে আপনাদেরকে সারদা উপহার দিয়েছে’।
কংগ্রেস ক্ষমতায় আসলে কর্মসংস্থানই প্রধান লক্ষ্য হবে বলেও জানান কংগ্রেস সহ-সভাপতি।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৬/মাহবুব