থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও বিলুপ্ত থাই ন্যাশন পার্টির নেতা বানহরন শিল্পা আর্চা মারা গেছেন।
শনিবার ৮৩ বছর বয়সে দেশটির সিরিরাজ নামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার অসুস্থজনিত কারণে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
প্রবীণ এ রাজনীতিবিদ ১৯৯৫ থেকে ৯৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন তিনি। ১৯৯৪ সালে তিনি বিলুপ্ত থাই ন্যাশন পার্টির নেতা হিসেবে নির্বাচিত হন। ২০০৮ সালে দেশটির আদালত বানহরনের দলকে বিলুপ্ত করা হলে রাজনীতিতে তাকে পাঁচ বছর নিষিদ্ধ ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৬/মাহবুব