ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন দিল্লিস্থ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট কানহাইয়া কুমার। দেশজুড়ে কৃষকদের দুরবস্থার বিষয়টির অবজ্ঞা করার জন্য এ সমালোচনা করেন তিনি। সেইসঙ্গে মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের গৃহীত 'মেইক ইন ইন্ডিয়া' কর্মসূচিরও সমালোচনা করেন দেশটির উদীয়মান ও প্রগতিশীল এ ছাত্রনেতা। গতকাল পুনের বাল গন্দর্ব রংমন্দিরে আয়োজিত এক আলোচনা সভায় মোদিকে একেবারে ধুয়ে দেন মি. কুমার। খবর দ্য হিন্দুর
'রোহিত অ্যাক্ট অ্যান্ড সেফগার্ডিং দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন' শীষক এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। নিজের বক্তব্য দেয়ার সময় কানহাইয়া বলেন, 'আমাদের লড়াই হচ্ছে সত্য ও অসত্যের মধ্যে। আমরা হাল ছাড়বো না। এখানে আমরা রাজনীতি করতে নয় বরং পরিবর্তন চাইতে এসেছি।'
মাসিক 'মান কী বাত' রেডিও প্রোগ্রামে মহারাষ্ট্রের বিদ্যমান খরা নিয়ে মোদির বাড়াবাড়ি বক্তব্যের তুলনা করে তিনি প্রধানমন্ত্রীকে মারাথোয়াদার কৃষকদের দুরবস্থার প্রতিও মনোযোগ দেয়ার অনুরোধ করেন। বিজেপি সরকারের 'মেইক ইন ইন্ডিয়া' কর্মসূচিকে স্রেফ ব্যয়বহুল 'প্রচার উদ্যোগ' হিসেবেও অভিহিত করেন মি. কুমার।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৬/শরীফ