একসময় মানেকা গান্ধী প্রশ্ন তুলেছিলেন সোনিয়া গান্ধীর সম্পত্তি নিয়ে। কিভাবে সোনিয়া এত ধনী হলেন, তা নিয়ে গলা ফাটিয়েছিলেন বিজেপি নেত্রী । এবার সেই মানেকাই প্রশংসা করলেন কংগ্রেস নেত্রীর! দুর্নীতি দূর করতে কিভাবে লড়াই করতে হয়, সেটা বলতে গিয়ে উদাহরণ হিসেবে বললেন বিরোধী দলের নেত্রী সোনিয়া গান্ধীর কথা।
রবিবার পাঞ্জাবে এক সম্মেলনে মানেকা গান্ধীর মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা অভিযোগ জানাচ্ছিলেন, কিভাবে স্কুলগুলি থেকে 'বাবু'রা ঘুষ নিচ্ছে। অথচ তাদের হাতে এই পরিস্থিতি ঠেকানোর কোনও উপায় নেই। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই সোনিয়ার কথা বলেন সঞ্জয় গান্ধীর স্ত্রী তথা কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গান্ধী।
ঘুষ নেওয়া আটকাতে তিনি কর্মকর্তাদের বিজ্ঞাপন দেওয়ার পরামর্শ দেন। যেভাবে সোনিয়া গান্ধী বিজ্ঞাপন দিয়েছিলেন তার নামের অপব্যবহার আটকাতে। মানেকা গান্ধী বলেন, ‘একসময় সোনিয়া গান্ধীর আত্মীয় বলে পরিচয় দিয়ে দোকান চালাচ্ছিলেন এক ব্যক্তি। সেই খবর পেয়ে সোনিয়া গান্ধী কাগজে বিজ্ঞাপন দিয়ে সতর্ক করেছিলেন, যাতে কেউ ওই ব্যক্তির কাছে না যান। সেরকমই কিছু করুন। জানিয়ে দিন স্কুলের অনুমোদনের জন্য সরাসরি আপনাদের কাছে আসতে হবে। আমি ওইসব ‘বাবু’দের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাও করব।’
ইন্দিরা গান্ধীর দুই পুত্রবধূ সোনিয়া ও মানেকা বরাবর দুই ভিন্ন রাজনৈতিক মতে বিশ্বাসী। গান্ধী পরিবারের সদস্য হয়েও কংগ্রেস থেকে সবসময় নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন মানেকা। ২০০৪ সালে তিনি ও তার ছেলে বরুণ গান্ধী বিজেপিতে যোগ দেন।
সূত্র: কলকাতা২৪x৭
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল, ২০১৬/ রশিদা