আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দিল্লির জাতীয় প্রাকৃতিক ইতিহাস মিউজিয়াম । রাত পৌনে ২টায় লাগা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় দমকলের ৩৫টি ইঞ্জিন। আগুনের হাত থেকে বেশি কিছু বাঁচানো যায়নি। নষ্ট হয়ে গেছে বহু মূল্যবান নথি ও প্রদর্শ। ভোর ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ৭টায় পরিস্থিতি পুরোপুরি সামাল দেওয়া সম্ভব হয়।
দমকলের এক ঊচ্চপদস্থ কর্মকর্তা জানান, মিউজিয়ামের অগ্নি নির্বাবক ব্যবস্থা ঠিক মতো কাজ না করায় পরিস্থিতি সামাল দিতে প্রচুর সময় লেগেছে।
আগুনে প্রাণহানির ঘটনা না ঘটলেও গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন ২ দমকল কর্মকর্তা। তাদের রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাদের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন।
তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন