ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনভূত হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১০টা ১৯ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশটির জায়াপুরা এলাকা থেকে ২২১ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ৭৫ কিলোমিটার গভীরে।
এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন