রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৮ শিশুসহ ১২ জন নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
দেশটির পাকতিকা প্রদেশে গতকাল শুক্রবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্কুল থেকে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি রাস্তায় পেতে রাখা একটি বোমাকে আঘাত করলে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আফগানিস্তানে জাতিসংঘের সহকারি বিশেষ প্রতিনিধি পারনিলে কারদে বলেন, আবারো শিশুরা এ অবৈধ ও বিবেচনাহীন অস্ত্রের শিকার হল।
এক বিবৃতিতে আজ শনিবার রাতে কারদে বলেন, হামলাকারীদের প্রতি আমাদের সরল বার্তা হলো আপনারা যদি আফগানিস্তানের বেসামরিক নাগরিক ও দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে চান তাহলে এসব অস্ত্র ব্যবহার বন্ধ করুন। যদিও তাৎক্ষণিকভাবে সরকারি কর্মকর্তাদের কোন প্রতিক্রিয়া জানা যায়নি।
উল্লেখ্য, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে ২৫ বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় জাতিসংঘ উদ্বেগ প্রকাশের ঠিক ক’দিন পরেই এ হামলার ঘটনা ঘটলো। জাতিসংঘ আরো জানায়, গত সপ্তাহে হেলমান্দের সানজিন জেলায় এক মার্কিন বিমান হামলায় ১৮ বেসামরিক নাগরিক নিহত হয়, যাদের অধিকাংশই নারী ও শিশু। তাদের হিসেব মতে, ২০১৬ সালেই আফগানিস্তানে সবচেয়ে বেশি বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। এর সংখ্যা প্রায় সাড়ে ১১ হাজার। এদের মধ্যে সাড়ে তিন হাজার শিশু। এটি এর আগের বছরের তুলনায় ২৪ শতাংশ বেশি।
বিডি প্রতিদিন/এ মজুমদার