ভারতের মতে, মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিম পাকিস্তানেই কোনোখানে লুকিয়ে আছে৷ করাচির পালাতিয়াল হাউস থেকেই গ্যাং পরিচালনা করছেন দাউদ৷ ১৯৯৩ সালে মুম্বাইয়ে সিরিজ বোমা হামলায় দাউদের হাত ছিল বলে দীর্ঘ সময় ধরে অভিযোগ করে আসছে ভারত। ওই হামলার পরই দাউদ ইব্রাহিম ভারত ছাড়েন।ইসলামাবাদকে গত ১০ বছর ধরেই দাউদকে ভারতের হাতে তুলে দেওয়ার অনুরোধ করছে নয়াদিল্লি৷
পাকিস্তানে দাউদ ইব্রাহিমের অবস্থানের বিষয়টি নিয়ে চলা গুঞ্জনে ঘি ঢেলেছেন দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। তিনি পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের দেয়া সাক্ষাত্কারে বলেছেন, ভারত অনেকদিন ধরে পাকিস্তানকে দোষারোপ করে আসছে৷ এখন কেন আমরা ভালো হব আর ওদের সাহায্য করব? আমি জানি না দাউদ কোথায় আছে৷ হয়তো এখানে আছে, বা অন্য কোথাও আছে৷ ভারত মুসলিমদের মেরে ফেলছে আর দাউদ প্রতিক্রিয়া জানাচ্ছে৷
বিডি প্রতিদিন/৩১ আগস্ট, ২০১৭/ফারজানা