এক মাস আগের হামলাতে আইএস প্রধান আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছেন বলে মনে করে রাশিয়া।তবে এমনটা মানতে নারাজ মার্কিন সেনার শীর্ষ কমান্ডার। ইরাক-সিরিয়াতে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব প্রদানকারী মার্কিন সেনার লেফট্যানেন্ট জেনারেল স্টিফেন টাউসেন্ড বলেন, ‘আমি এখন মনে করি যে সে বেঁচে আছে কি না? হ্যাঁ…’।উপযুক্ত প্রমাণের অভাবেই যে তাঁর মনে এমন সংশয় তৈরি হয়েছে তাও জানান তিনি।
স্টিফেন টাউসেন্ডের মতে, আল বাগদাদির খতম হওয়ার যে কথা বলা হচ্ছিল তা এক গুজব। তিনি জানান, গোপন সূত্র থেকে এমন কিছু সংকেত পাওয়া গেছে যা থেকে মনে হচ্ছে বাগদাদি বেঁচে রয়েছে। যদিও সূত্রের বিষয়ে বিশেষ কিছু বলেননি টাউসেন্ড।
রুশ কর্মকর্তারা গত জুন মাসে বলেছিলেন, এক মাস আগেই রাকা এবং সিরিয়ার বাইরের এলাকায় রাশিয়া বিমান হামলায় নিহত হয়েছেন বাগদাদি।
বৃহস্পতিবার পেন্টাগন তার বাগদাদের প্রধান কার্য্যালয়ে সাংবাদিকদের জানায়, টাউসেন্ড জানিয়েছেন আল বাগদাদিকে খোঁজা হচ্ছে। যদি এমনটা সম্ভব হয় তাহলে তাকে ধরার পরিবর্তে মেরে ফেলাও হতে পারে।
বিডি-প্রতিদিন/১ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ