ডোকলাম ইস্যুতে কারো পক্ষ নিতে চাচ্ছে না রাশিয়া। ব্রিকস সামিটের আগেই চীনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সাফ জানিয়েছেন, ডোকলামে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। নিজেদের মধ্যেই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করুক দুই দেশ। এই বক্তব্যে সাফ হয়ে গেল যে, সীমা বিবাদ নিয়ে ভারতের উপর কোনো চাপ সৃষ্টি করবে না মস্কো।
প্রসঙ্গত, ডোকলাম থেকে সেনা প্রত্যাহারের জন্য ভারতকে চাপ দেওয়ার জন্য বেশ কয়েকবার মস্কোকে আহ্বান জানিয়েছিল চীন।
চীনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রে দেনিসোভ বলেন, 'ভারত ও চীন দু'দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে রাশিয়ার। তাই দু'দেশের মধ্যে সীমা বিবাদ কোনো মতেই কাম্য নয়। তবে এ বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যেই সমস্যা মিটিয়ে নিক বেইজিং ও দিল্লি।'
বিশেষজ্ঞরা মনে করছেন ঘুরিয়ে চীনকেই বার্তা দিয়েছে রাশিয়া। ডোকলাম বিবাদকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার বেইজিংয়ের চেষ্টায় বাধা দিয়েছে মস্কো। ফলে ব্রিকস সামিটে ভারতকে চাপে ফেলার চীনা চেষ্টা বিফল হয়েছে। রবিবার থেকে চীনে শুরু হতে চলেছে পঞ্চদেশীয় ব্রিকস সামিট। উপস্থিত থাকছেন ভারত, রাশিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা ও চীনের প্রতিনিধিরা।
এছাড়া, ব্রিকস সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের মধ্যে বৈঠক হতে পারে বলে সূত্রের খবর।
বিডি-প্রতিদিন/২ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ