রাষ্ট্রদ্রোহের অভিযোগে এবার ভারতের 'ধর্মগুরু' রাম রহিমের পালিত মেয়ে হানিপ্রিত ইনসানকে খুঁজছে হরিয়ানা পুলিশ। পাশাপাশি হানিপ্রিত যেন হরিয়ানা ছাড়তে না পারেন সে জন্য বিমানবন্দরসহ সব জায়গায় পুলিশের পক্ষ থেকে 'রেড অ্যালার্ট' জারি করা হয়েছে বলে জানা গেছে।
গত শুক্রবার পাচকুলা বিশেষ আদালত ধর্ষণের দায়ে রাম রহিমকে দোষীসাব্যস্ত করলে হানিপ্রিত সেখান থেকে তাকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন বলে বুধবার অভিযোগ করে হরিয়ানা পুলিশ। রাম রহিমের আশ্রম ডেরা সাচ্চা সাওদার আরেক জ্যেষ্ঠ সদস্য অদ্বিতীয়া ইনসানের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, দুই শিষ্যকে ধর্ষণের দায়ে দোষীসাব্যস্ত করার পর গত সোমবার ৫০ বছর বয়সী গুরমিত রাম রহিমকে ১০ বছরে করে মোট ২০ বছরের কারাদণ্ড দেয় আদালত। এতে পাঞ্জাব ও হরিয়ানায় ব্যাপক তাণ্ডব শুরু করে তার আড়াই লাখ ভক্ত। সহিংসতা ছড়িয়ে পড়ে রাজধানী দিল্লি পর্যন্ত। ওই সহিংসতায় নিহত হন ৩৮ জন।
সূত্র: এনডিটিভি
বিডি-প্রতিদিন/২ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ