আবারও বিশাল আকৃতির একটি বোমার সন্ধান পাওয়া গেছে জার্মানির ফ্রাঙ্কফুর্টে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের এই বোমাটির ক্ষমতা ১৪০০ টন বা প্রায় ১৩ লাখ কিলোগ্রাম বলে জানা গেছে।
এ ব্যাপারে স্থানীয় পুলিশ জানায়, বোমাটির নাম 'ব্লকবাস্টার'। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ফেলেছিল ব্রিটিশ বিমানবাহিনী। কিন্তু তা বিস্ফোরিত হয়নি।
এদিকে জার্মান পুলিশ ও সংবাদমাধ্যম থেকে জানা যায়, আগামী রবিবার উচ্চ ক্ষমতাসম্পন্ন এই বোমাটি নিষ্ক্রিয় করা হবে। সে জন্য আগাম প্রস্তুতিও শুরু করা হয়েছে। ঝুঁকি এড়াতে সংলগ্ন এলাকা থেকে প্রায় ৭০ হাজার বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু করে দিয়েছে প্রশাসন। জার্মান সংবাদমাধ্যমের দাবি, এক সঙ্গে এত বেশি মানুষকে স্থানান্তরিত করার ঘটনা অতীতে ঘটেনি।
উল্লেখ্য, গত ডিসেম্বরে অক্সবুর্গে এমনই একটি বোমা নিষ্ক্রিয় করার জন্য প্রায় ৫৪ হাজার বাসিন্দাকে স্থানান্তরিত করা হয়। হ্যানোভারেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমা নিষ্ক্রিয় করতে প্রায় ৫০ হাজার বাসিন্দাকে স্থানান্তরিত করতে হয়েছিল।
বিডি-প্রতিদিন/২ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ