কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি স্কুলহোস্টেলে আগুন লেগে ৭ ছাত্রী নিহত হয়েছেন। এতে আরও ১০ জন দগ্ধ হয়েছেন। শনিবার সকালে মোই গার্লস স্কুলের একটি আবাসিক হোস্টেলে এ আগুন লাগে। তবে আগুনের কারণ এখনও জানা যায়নি।
এ ব্যাপারে কেনিয়ার শিক্ষা সচিব ফ্রেড মাতিয়াঙ্গি জানান, দেশের অন্যতম সেরা এই স্কুলের শিক্ষার্থী এক হাজার ১৮৩ জন। আমরা এটি নিয়ে গর্বিত ছিলাম। কিন্তু একটি ডরমেটরিতে আগুন লেগে হতাহতের এই ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জনের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শিক্ষা সচিব আরও জানান, আগুনের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
সূত্র: আলজাজিরা
বিডি-প্রতিদিন/২ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ