ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বাধীনতাকামী মানুষদের সমর্থনে আবারও পাকিস্তানে বিক্ষোভ সমাবেশ করেছে হাজারো মানুষ।
সোমবার দেশটির করাচির এই সমাবেশ থেকে জাতিসংঘের কাছে অবিলম্বে কাশ্মীরে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি করা হয়। পাশাপাশি কাশ্মীরের স্বাধীনতার পক্ষে সহায়তা করতে ওআইসিহ অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা।
এর আগে, গত শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে পাকিস্তানজুড়ে মানুষ রাস্তায় নেমে আসে। এ সময়ে সব শহরের যান ও ট্রন চলাচল বন্ধ রাখা হয়েছিল। বিক্ষোভাকারীরা কাশ্মীরের জনগণের প্রতি তাদের সংহতি ঘোষণা করেছেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট নরেন্দ্র মোদির সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে। একই সঙ্গে জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছে। এরপর থেকেই পাকিস্তান প্রতিবাদ জানিয়ে আসছে।
বিডি-প্রতিদিন/মাহবুব