নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। এ সময় একদল মার্কিন পর্যটক হঠাৎ তার কাছে এসে মশকরা করতে গিয়ে উল্টো তার প্রাঙ্কের শিকার হন।
ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ডের বেলমোরাল ক্যাসেলে। ওই ক্যাসেলে ঘোরাফেরা করছিল আমেরিকার পর্যটক দলটি। রানিও তখন সেদিক দিয়েই হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তাকে রানি সম্পর্কে প্রশ্ন করলে এমনটা ঘটে। খবর ডেইলি মেইল ও এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, যখন ঘটনাটি ঘটে তখন ৯৩ বছর বয়সী রানি পশমের তৈরি পোশাক ও মাথায় স্কার্ফ পরে হাঁটছিলেন। এ সময় ওই পর্যটক দল আচমকা তার সঙ্গে কথা বলা শুরু করেন। রানিকে তারা জিজ্ঞেস করেন, তিনি আশেপাশে কোথাও থাকেন কিনা এবং রানির সঙ্গে কখনো তার দেখা হয়েছে কিনা।
রানিও কম যান না। তিনি পর্যটক দলের এমন প্রশ্ন শুনে বলেন, ‘হ্যা, তিনি আশেপাশেই থাকেন।’ তারপর তিনি তার সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীর দিকে তাকিয়ে বলেন, তিনি নিজে কখনো রানির সঙ্গে দেখা করার সুযোগ না পেলেও এই পুলিশ সদস্য সে সুযোগ পেয়েছেন।
রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে যে নিরাপত্তারক্ষী ছিলেন তার নাম রিচার্ড গ্রিফিন। তিনি টাইমস অব লন্ডনকে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে ঘটা মজার সেই গল্পটি বলেছেন। নিউইয়র্ক পোস্ট টাইমস অব লন্ডনের বরাত দিয়ে গল্পটি প্রতিবেদন আকারে প্রকাশ করেছে।
বিডি প্রতিদিন/কালাম