কাশ্মীর ইস্যুতে পাকিস্তান-ভারতের তীব্র উত্তেজনার মধ্যে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোলের এলাকাজুড়ে বাঙ্কার নির্মাণ করছে পাকিস্তানের সেনাবাহিনী। ২০ বছর আগে ১৯৯৯ সালে কারগিল যুদ্ধের সময় পাকিস্তান যেভাবে সীমান্তে বাঙ্কার তৈরি করেছিল, এখনও ঠিক সেভাবে নির্মিত হচ্ছে বাঙ্কারগুলো বলে অভিযোগ করেছে ভারত। পাকিস্তানের এই বাঙ্কার তৈরিকে যুদ্ধের উস্কানি মনে করছে ভারত।
ভারতের দাবি, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় হওয়া সত্ত্বেও একে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে পাকিস্তান। সেখানে ব্যর্থ হওয়ার পরও তারা বসে নেই। যুদ্ধের কারসাজি করছে। নিয়ন্ত্রণ রেখার কাছে বালতোরো সেক্টরের স্কারদু এলাকায় বেশ কয়েকটি নতুন বাঙ্কার পাকিস্তান তৈরি করছে বলে ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর রয়েছে।
ভারতীয় গণমাধ্যম বলছে, পাকিস্তানের আজাদ-কাশ্মীরের এই এলাকা ঠিক কার্গিলের উল্টো দিকে অবস্থিত। এর মধ্যে ৬টি বাঙ্কার প্রায় তৈরি হয়ে গেছে। কয়েকটি বাঙ্কার ১০ ফুট X ১২ ফুটের এবং অন্য বাঙ্কারগুলো ২০ ফুট X ১২ ফুট। যুদ্ধ লাগলে বাঙ্কারগুলো অস্ত্রশস্ত্র মজুদ করার জন্যও ব্যবহার করা হতে পারে। কাশ্মীর ইস্যুতে যুদ্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ দেশটির অন্য মন্ত্রীরা যুদ্ধের হুমকি দিয়েছেন। এমনকি পরমাণু হামলার হুমকি দিতেও পিছপা হয়নি পাকিস্তান। সূত্র : এই সময়।
বিডি-প্রতিদিন/শফিক