ভারতকে সরাসরি না হলেও পরোক্ষ ই্ঙ্গিতে হুঁশিয়ারি দিলেন পাকিস্তান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। সেনাপ্রধানের হুঁশিয়ারি, সীমান্তের চারটি ফ্রন্টে যে কোনও ধরনের শত্রুতামূলক তৎপরতার উপযুক্ত জবাব দেওয়া হবে। তবে পাকিস্তান কখনই যুদ্ধের পক্ষে নয়, আর সেই কারণে সীমান্তে পাকাপাকিভাবে শান্তি চায় ইসলামাবাদ। ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনা প্রধান এমন হুঁশিয়ারি দিলেন।
জেনারেল বাজওয়া বলেন, দেশের নিরাপত্তা বাহিনীর সদস্য ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সীমাহীন আত্মত্যাগের মধ্যদিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে। পাকিস্তানের মানুষ একটি শান্ত দেশ দেখতে চায়। পাকিস্তান সেনাপ্রধানের এই বৈঠকে সেনাবাহিনীর সমস্ত সাধারণ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাদেরকে ভূ-কৌশলগত পরিবেশ, অপারেশনের বিষয়ে জানানো হয়।
পাশাপাশি, এই বৈঠকে পূর্ব ও পশ্চিম সীমান্তে সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করে বাজওয়া বলেন, এই সমস্ত সীমান্তে মোতায়েন সেনা সদস্যরা সর্বোচ্চ পর্যায়ের যুদ্ধ-প্রস্তুতি নিয়ে রেখেছে। এবং তাদের মনোবল তুঙ্গে রয়েছে। যে কোনও পরিস্থিতিতেই পাকিস্তান সেনাবাহিনী তৈরি বলে পরোক্ষভাবে ভারতকে হুঁশিয়ারি দেন। সূত্র : কলকাতা 24x7।
বিডি-প্রতিদিন/শফিক