৩ সেপ্টেম্বর, ২০১৯ ০৭:০৯

কাবুলে তালেবান হামলায় নিহত ৫, আহত ৫০

অনলাইন ডেস্ক

কাবুলে তালেবান হামলায় নিহত ৫, আহত ৫০

সোমবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে জোরালো এক বিস্ফোরণে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। এই হামলার দায় স্বীকার করে তালেবান। এদিন এই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন দূত আফগান সরকারের সঙ্গে চুক্তির উল্লেখ করে ঘোষণা করেছিলেন, আগামী পাঁচ মাসের মধ্যে ধাপে ধাপে ৫০০০ মার্কিন সেনাকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে। খবর এই সময়ের।

আফগানিস্তানের মুখপাত্র নসরাত রহমি জানান, সোমবার রাতের বিস্ফোরণে কাবুলে কমপক্ষে ৫ নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই তিনি মনে করেছেন। কারণ, বিস্ফোরণের ভয়াবহতায় সংলগ্ন এলাকার একাধিক বাড়ি গুঁড়িয়ে গেছে। আফগান সরকারের একটি সূত্র জানাচ্ছে, তালেবানরা এদিন গাড়িবোমা বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণ ঘটানোর কিছুক্ষণ আগে বিস্ফোরক ঠাসা গাড়িটি গ্রিন ভিলেজ চত্বরে রেখে গিয়েছিল তালেবান জঙ্গিরা। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর