আর্থিক মন্দা নিয়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সমালোচনার জবাব দিল বিজেপি। বিজেপি'র কটাক্ষ, মনমোহন সিংকে হাতের পুতুলের মতো ব্যবহার করা হয়েছে। তবে মোদির আমলে ভারতের আর্থিক ভিত মজবুত।
মোদি সরকারের উচিত বদলার রাজনীতি ছেড়ে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের পরামর্শ নিয়ে এগিয়ে চলা। দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাবেক প্রধানমন্ত্রী তথা বিশিষ্ট অর্থনীতিবিদ মনমোহন সিং। এই অবস্থার জন্য মোদি সরকারের হঠকারী সিদ্ধান্তকেই দায়ী করেছেন তিনি।
এরপরই গতকাল সোমবার বিজেপি'র আক্রমণ, 'মনমোহন সিংয়ের আমলে ভারতের কাঙ্খিত বৃদ্ধির হার ছিল না, কারণ কয়েকজন দুর্নীতিবাজ, স্বজনপোষণকারী মনমোহন সিংকে পুতুল হিসেবে ব্যবহার করত।'
বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের দাবি, বিশ্ব মন্দা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের আর্থিক ভিত অনেকটাই মজবুত।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ