বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আগাম নির্বাচন ডাকতে পারেন। বলা হচ্ছে, আসন্ন দিনগুলোতে চুক্তিহীন ব্রেক্সিট ঠেকাতে বিল পাসের প্রস্তাব তুলবে বিরোধী দলগুলো। বিরোধীদের সঙ্গে মিলে পরিকল্পিত ওই বিলের পক্ষে ভোট দিতে পারে জনসনের ক্ষমতাসীন দল কনজার্ভেটিভ পার্টির কয়েক ডজন সদস্য।
প্রধানমন্ত্রী কার্যালয়ের সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলো জানায়, ওই ভোটদানকে সরকারের প্রতি ক্ষমতাসীন দলের সাংসদদের ‘আস্থার বহিপ্রকাশ’ হিসেবে বিবেচনা করা হবে।
এদিকে জনসন প্রশাসন বিলের পক্ষে সম্ভাব্য ভোটদানকারী বিদ্রোহী সরকারি সাংসদদের আগ থেকেই বহিষ্কারের হুমকি দিয়েছে। এর মধ্যে সোমবার মন্ত্রিপরিষদের জরুরি বৈঠকও ডেকেছেন বৃটিশ প্রধানমন্ত্রী। সরকারের সকল পদক্ষেপ বিবেচনায় আগাম নির্বাচন ডাকার গুঞ্জন জোরদার হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বৈঠক শেষে কনজারভেটিভ সাংসদদের প্রতি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী জনসন। জ্যেষ্ঠ বিদ্রোহী নেতাদের বিশ্বাস যে, জনসন বুধবারের মধ্যে আগাম নির্বাচনের ডাক দেবেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন