ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের কাছে উরানে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস (ওএনজিসি)-এর একটি তেল ও গ্যাস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে অগ্নিকাণ্ডে চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন।
নিহতরা হলেন ওই প্ল্যান্টটির প্রহরার দায়িত্বে থাকা ‘সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স’ (সিআইএসএফ)-এর ক্যাপ্টেন ই.নায়ক (৪৮), এস.পি.কুশওয়া (৩৬), এম.কে.পাসওয়ান (৩৩) এবং রেসিডেন্সিয়াল প্ল্যান্ট সুপারভাইসার সি.এন.রাও (৫০)।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালের দিকে নবি মুম্বাইয়ের উরানে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওএনজিসির পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়, সকাল সাতটা নাগাদ এই বিস্ফোরণ হয় এবং তাতে চারজনের প্রাণহানি ঘটে। তবে এই অগ্নিকাণ্ডে তেল প্রক্রিয়াজাতকরণে কোন প্রভাব পড়েনি। যদিও গুজরাটের হাজিরায় অন্য একটি প্ল্যান্টে ওই গ্যাস ডাইভার্ট করা হচ্ছে।
বিস্ফোরণের প্রকৃত কারণ জানা না গেলেও প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে পাইপে কোন ছিদ্র হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস, অনুসন্ধানকারী টিম। দুই ঘণ্টার প্রচেষ্টায় সেই আগুন আয়ত্তে আসে।
উল্লেখ্য, ওএনজিসি ভারতের বৃহত্তম অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস সংস্থা-যা দেশীয় উৎপাদনে প্রায় ৭০ শতাংশ অবদান রাখে।
বিডি প্রতিদিন/হিমেল