৩৭০ ধারা বাতিলের প্রায় মাসখানেক হতে চললেও উত্তেজনা কমেনি ভারত-পাকিস্তানের মধ্যে। দুই সপ্তাহে তৃতীয়বারের মতো সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আবারও টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার রাতে সৌদি যুবরাজের সঙ্গে ইমরান খান টেলিফোনে কথা বলেছেন বলে আল আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে। ফোনালাপে কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে সৌদি যুবরাজকে অবহিত করেন ইমরান খান। এ সময় তারা দ্বিপাক্ষিক বিষয় এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
আজ মঙ্গলবার দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানায়। জানা গেছে, ইমরান খান সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কাশ্মীর ইস্যু নিয়েও আলোচনা করেন। এ সময় তিনি উপত্যকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন। এদিকে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এই টানাপোড়েনের মধ্যে দু’দেশের পক্ষ থেকেই উত্তেজনাকর বক্তব্য দেওয়া হচ্ছে। এর আগেও কাশ্মীর নিয়ে ভারত সরকারের এমন একতরফা সিদ্ধান্তের বিষয়ে সহযোগীতা চেয়ে শুরুতেই সৌদি যুবরাজের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কথা বলেছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক