ছয় জাতির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে শক্তিশালী করার উপায় নিয়ে ইরান ও ফ্রান্সের মধ্যে বিশেষজ্ঞ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ফ্রান্সের রাজধানী প্যারিসে সোমবার এ নিয়ে দুই দফা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।
এদিকে, পরমাণু ইস্যুতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের মধ্যে কয়েকবার ফোনালাপও হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম ও বৈঠকের একটি সূত্র জানায়, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ইরানকে যেসব আর্থিক সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে, ইরান সেগুলো কিভাবে পেতে পারে বৈঠকে সেসব নিয়েও আলোচনা হয়।
বৈঠকে ইরান ও ফ্রান্সের মধ্যে সিদ্ধান্ত হয়েছে, এসব বিষয় নিয়ে দু’দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা হবে এবং দুই দেশ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আবারও বৈঠকে বসবে।
বিডি প্রতিদিন/কালাম