যুক্তরাষ্ট্রের আলাবামায় ১৪ বছর বয়সী এক কিশোর তার পরিবারের পাঁচ সদস্যকে গুলি করে হত্যা করেছে। সোমবার রাতে এল্কমন্ট শহরে ওই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পাঁচজনের মধ্যে তিনজনই ঘটনাস্থলে মারা যান এবং অপর দুজনের মৃত্যু হয় হাসপাতালে। খবর নিউইয়ক টাইমস'র।
মঙ্গলবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনার পরে ওই কিশোর পিস্তল ফেলে দেয় এবং পুলিশকে খবর দেয়।
আলাবামার লাইমস্টোন কাউন্টি শেরিফের অফিসের একজন মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, ১৪ বছর বয়সী ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সে গুলি করে তার পরিবারের পাঁচ সদস্যকে হত্যার কথা স্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে, ওই কিশোর এখন নাইনএমএম হ্যান্ডগ্যানটি খুঁজে বের করতে তদন্তকারীদের সহায়তা করছে। তবে ওই কিশোর কীভাবে ওই বন্দুক পেয়েছে তা এখনও স্পষ্ট নয়।
গত সপ্তাহে টেক্সাসে চলন্ত গাড়ি থেকে গুলি ছোড়ার ঘটনায় এক শিশুসহ সাতজন নিহত এবং ২২ জন আহত হওয়ার পর এই ঘটনা ঘটলো।
বিডি প্রতিদিন/হিমেল