ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরোধীরা চুক্তিহীন ব্রেক্সিট আটকাতে আইন পাস করার প্রথম ধাপে জয় পেয়েছে। এই ভোটে হেরে দেশটিতে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন বরিস।
৩২৮ ভোট পেয়ে জয় পেয়েছেন ব্রেক্সিট বিরোধী এমপিরা। বরিসের পক্ষে গেছে ৩০১টি। তার মানে ব্রেক্সিট পিছিয়ে দিতে তারা পার্লামেন্টে বিল উত্থাপন করতে পারবেন। বরিসের দল অর্থাৎ টোরি পার্টির ২১ জন এমপি তার বিপক্ষে ভোট দিয়েছেন।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৩১ অক্টোবরের মধ্যে যুক্তরাজ্যকে ইইউ থেকে বেরিয়ে যেতে হবে। অথচ ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্য সরকারের হাতে কোনো পথরেখা নেই। ওদিকে বিরোধী দলের সঙ্গে মিলে বিদ্রোহী টোরি এমপিরা প্রধানমন্ত্রীর চুক্তিহীন ব্রেক্সিট আটকাতে চেষ্টা করছেন।
এই ভোটে হারার পর বরিস জানিয়েছেন, কোনো বিলের অনুমতি না দিয়ে তিনি আগাম সাধারণ নির্বাচনের প্রস্তুতি নেবেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ