২৫ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:২১

ভারত ও আমেরিকার মধ্যে ৩০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম চুক্তি

অনলাইন ডেস্ক

ভারত ও আমেরিকার মধ্যে ৩০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম চুক্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়াদিল্লি সফরের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার ভারত ও আমেরিকার মধ্যে তিনশ' কোটি ডলারের সামরিক সরঞ্জাম চুক্তি সই হয়েছে। আমেরিকা থেকে এসব সামরিক সরঞ্জাম ক্রয় করবে ভারত। আজ নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ বিবৃতিতে ওই চুক্তির কথা জানানো হয়।    

গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড সপরিবারে দু’দিনের জন্য ভারত সফরে আসেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার বিবৃতিতে ভারত ও আমেরিকার মধ্যে তিনশ' কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তির কথা জানিয়ে বলেন, ‘অ্যাপাচে ও এমএইচ-৬০ রোমিও হেলিপক্টারসহ অত্যাধুনিক মার্কিন সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্য ভারতের সঙ্গে তিনশ' কোটি ডলারের চুক্তির মধ্যদিয়ে দুই দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার সম্প্রসারণ ঘটেছে। এই চুক্তির ফলে দুই দেশের প্রতিরক্ষাগত সক্ষমতা বৃদ্ধি পাবে।’

তিনি বলেন, ‘প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে, আজ ভারতের সঙ্গে এমএইচ-৬০ রোমিও সি-হক হেলিকপ্টার ও এএইচ-৬৪ই অ্যাপাচে হেলিকপ্টার-সহ তিনশ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন সামরিক সরঞ্জামের চুক্তি হয়েছে। এই যুদ্ধাস্ত্র বিশ্বে সেরা। এরফলে দুই দেশই প্রতিরক্ষাক্ষেত্রে যৌথভাবে আরও শক্তিশালী জায়গায় পৌঁছাবে।’

যৌথ বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্ক উন্নত করতে দু’দেশের মধ্যে আলোচনা চলছে। একুশ শতকে ভারত-মার্কিন সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি নিয়ে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত-আমেরিকা বাণিজ্যে ভারসাম্য এসেছে। গত এক দশকে বাণিজ্য বেড়েছে দু’অঙ্কের হারে। দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বড়সড় বাণিজ্য চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, ‘ভারত-মার্কিন অংশীদারিত্ব, তা নিরাপত্তা, শক্তি সংক্রান্ত কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য বা মানুষে মানুষে সম্পর্ক, সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ একটা বিষয় হল ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক।’ 

আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিল্লির হায়দ্রাবাদ হাউসে পৌঁছলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান। পরে উভয় নেতার মধ্যে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক হয়। সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর