সংশোধনী নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জিকে (এনআরসি) ঘিরে গতকয়েক দিন ধরে উত্তপ্ত ভারতের দিল্লি। আর এ সহিংসতায় এখন পর্যন্ত ৪৬ জন প্রাণ হারিয়েছেন।
এদিকে, সোমবার উত্তর-পূর্ব দিল্লির গোকুলপুরীর দু’টি নালা থেকে তিনটি ও শিব বিহারের এক নালা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
যদিও স্থানীয় প্রশাসন জানায়, ওই চার জনের মৃত্যুর সঙ্গে সংঘর্ষের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।
নতুন করে চার মরদেহ উদ্ধারের ঘটনায় পশ্চিম দিল্লির তিলকনগর ও রাজৌরি গার্ডেনে সহিংসতার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রথমে তিলকনগর মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। পরে পশ্চিম উত্তমনগর, তুঘলকাবাদ, বদরপুর, সুরজমল স্টেডিয়াম, নাঙ্গলোই মেট্রো স্টেশনে ঢোকা-বেরোনোর পথও বন্ধ হয়ে যায়। দোকানে, শপিং মলে ঝাঁপ বন্ধ হতে থাকে। হুড়োহুড়ি করে বাড়ি ফিরতে থাকেন সাধারণ মানুষ।
তবে ঘণ্টাখানেক পরে ফের মেট্রো স্টেশন খোলা হয়।
এ বিষয়ে দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার (পশ্চিম রেঞ্জ) শালিনী সিংহ রাস্তায় নেমে জনতাকে গুজবে কান না দিতে অনুরোধ করেন। সূত্র: আনন্দবাজার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন