শিরোনাম
২৬ সেপ্টেম্বর, ২০২০ ১৩:২১

ভারত-চীন দ্বন্দ্ব মেটাতে ফের আগ্রহ ট্রাম্পের

অনলাইন ডেস্ক

ভারত-চীন দ্বন্দ্ব মেটাতে ফের আগ্রহ ট্রাম্পের

ফাইল ছবি

আবারও ভারত ও চীনের দ্বন্দ্ব মেটাতে আগ্রহ প্রকাশ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি জানি, ভারত ও চীন খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বাস্তব পরিস্থিতিটা খুবই গুরুতর। আশা করছি, ওরা সমস্যার সমাধান করে নিতে পারবে। প্রয়োজনে এই বিষয়ে আমরা সাহায্য করতে প্রস্তুত।

এর আগেও ভারত-চীনের সীমান্ত-সমস্যা মেটাতে দুই বার মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। 

গত জুনে লাদাখের প্যাংগং হ্রদের কাছে ৪ থেকে ৮ নম্বর ফিঙ্গার এলাকার দখল নেয় চীন। এরপর গালওয়ান উপত্যকার দখল নিয়ে দুই দেশের মধ্যে লড়াই বাধে। সেই বিতর্ক মেটাতে মস্কোয় কূটনৈতিক স্তরে বৈঠক হয় দুই দেশের। গত ২১ সেপ্টেম্বর লাদাখের মলডোয় দু'দেশের সেনা কর্তাদের মধ্যে আবারও বৈঠক হয়। ধাপে ধাপে সেনা প্রত্যাহার করে সীমান্তে উত্তেজনা কমাতে একমত হয় দুই পক্ষই।

সূত্র: এনডিটিভি 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর