ভারতের সংসদে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার টুইট করে মোদি লেখেন ‘২০০১ সালের আজকের দিনে আমাদের সংসদে কাপুরুষোচিত হামলার কথা কখনও ভুলব না। যারা সংসদ ভবন রক্ষা করতে গিয়ে নিজের জীবন বলিদান করেছেন তাদের বীরত্ব ও ত্যাগের কথা আমরা স্মরণ করি। ভারত সবসময় তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে।’
উল্লেখ্য ১৯ বছর আগে ২০০১ সালের ১৩ ডিসেম্বর দিনটিতেই সংসদ ভবনে বর্বোরিচত হামলা চালায় পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর তৈয়বা ও জয়শ-ই-মহম্মদ। হামলায় ৮ জন নিরাপত্তা রক্ষীসহ ৯ জনের মৃত্যু হয়। নিরাপত্তাবাহিনীর পাল্টা গুলিতে মারা যায় পাঁচ জঙ্গীও। ওই ঘটনার পর ভারত-পাকিস্তানের সম্পর্কের অবণতি হয়। সংসদ ভবনের নিরাপত্তা জোরদার করে ভারত।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লেখেন, ‘২০০১ সালে আজকের দিনে যারা সংসদ রক্ষায় প্রাণ দিয়েছেন গোটা দেশ তাদের স্মরণ করছে। গণতন্ত্রের মন্দিরকে রক্ষা করতে গিয়ে সেইসব শহীদদের স্মরণের মধ্যে দিয়ে সন্ত্রাসবাদী শক্তিকে পরাস্ত করতে আমাদের সংকল্প আরও সুদৃঢ় করি।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ- সকলেই দুই দশক আগের ওই দিনটিকে স্মরণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা