চীন বার বার ভারতের ধৈর্য্যের পরীক্ষা নেয়। সাত মাস ধরে সীমান্তে নিজেদের ধৈর্য্যের পরীক্ষা দিয়ে আসছে ভারত। শনিবার একটি ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে এভাবেই চীনের সমালোচনা করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।
তিনি আরও জানান, আমরা সার্বভৌম স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর। কোনও বহিরাগত শক্তিকে দেশের মাটিতে প্রবেশ করতে দেবে না ভারতীয় সেনা। যে চ্যালেঞ্জ চীন ভারতকে দিয়েছে, তা ভারত তা গ্রহণ করেছে। তাই চীন যেন ভারতকে দুর্বল না ভাবে।
তিনি বলেন প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পূর্ব লাদাখে চীন অশান্তি তৈরির যত বার চেষ্টা করেছে, ভারতীয় সেনার প্রতিবার তার কড়া উত্তর দিয়েছে। গালওয়ান ভ্যালির সংঘর্ষের ঘটনা সবথেকে বেশি প্রভাব ফেলেছে। চীনের প্রতি ভারতের স্বাভাবিক মনোভাব ও মানসিকতা বদলে গিয়েছে এই ঘটনার পর থেকেই।
জয়শঙ্কর বলেন এই মুহুর্তে ভারত ও চীনের সম্পর্ক একটি বড় সড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে রয়েছে। গত ৩০-৪০ বছরের মধ্যে এই প্রথম দুদেশের সম্পর্ক এত আলোচিত। ১৯৭৫ সালে সীমান্তে সংঘর্ষের পর এই প্রথম এত সমস্যা ও জটিলতা তৈরি হয়েছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
বিডি-প্রতিদিন/শফিক