ভারতের দিল্লি ভিত্তিক অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) এর সিনিয়র ফেলো জয়িতা ভট্টাচার্য আর নেই। গতকাল মঙ্গলবার নয়া দিল্লীর গঙ্গারাম হাসপাতালে তার মৃত্যু হয়। গত ১১ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিরেন জয়িতা। তার স্বামী সুবিমলও করোনা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) এর সঙ্গে ১৫ বছর ধরে যুক্ত ছিলেন জয়িতা। সংগঠনটি জয়িতার মৃত্যুতে শোক প্রকাশ করে এক টুইটার পোস্টে জানিয়েছে, জয়িতা ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে গবেষণায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
উল্লেখ্য, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) ভারতের একটি সুপরিচিত থিংক ট্যাংক প্রতিষ্ঠান। ভারতের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী রিলায়েন্সের সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা