১৪ জুন, ২০২১ ১৬:৩৭

উইঘুরদের দমন-পীড়নের সমালোচনা করায় জি-৭ এর ওপর ক্ষুব্ধ চীন

অনলাইন ডেস্ক

উইঘুরদের দমন-পীড়নের সমালোচনা করায় জি-৭ এর ওপর ক্ষুব্ধ চীন

যুক্তরাজ্যে অবস্থিত চীনের দূতাবাস ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে

সংখ্যালঘু ইসলামী সম্প্রদায় উইঘুর ও হংকংয়ের গণতন্ত্রপন্থীদের ওপর মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে চীনের সমালোচনা করায় জি-৭ এর ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। সোমবার যুক্তরাজ্যে অবস্থিত চীনের দূতাবাস এই প্রতিক্রিয়া দেখিয়েছে।

এর আগে যুক্তরাজ্যে অনুষ্ঠিত জি-৭ নেতাদের সম্মেলনের পর জোটের পক্ষ থেকে জিনজিয়াংয়ে উইঘুর সম্প্রদায় ও হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের ওপর চীনের দমন-পীড়নের বিরুদ্ধে কড়া সমালোচনা করা হয়। জোটের অন্যতম শরিক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের উদ্দেশ্যে বলেন, ‘মানবাধিকারের আন্তর্জাতিক নিয়ম মেনে আরও দায়িত্বশীল আচরণ করুন।’

জি-৭ এর আরও বলেছে, ‘আমরা আমাদের মূল্যবোধ তুলে ধরব, যার মধ্যে রয়েছে চীনকে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা মেনে চলতে আহ্বান জানানো।’ 

জি-৭ এর বক্তব্যকে ‘মিথ্যা, গুজব ও ভিত্তিহীন দাবি বলে’ উল্লেখ করে চীন দূতাবাসের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্য সাধনে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের উদ্দেশ্যে জিনজিয়াং সংক্রান্ত ইস্যুর সুবিধা নিচ্ছে জি-৭, যা আমরা তীব্রভাবে বিরোধিতা করছি।’

সূত্র: এএফপি 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর